TRENDING:

Birbhum News: বীরভূমের বাজারে বাজারে হানা আরএমসি-র! কেন জানেন?

Last Updated:

নিয়ন্ত্রিত বাজার সমিতির তরফ থেকে জানা গিয়েছে, তাদের এই অভিযানে বাজার ঘুরে দেখা এবং বাজারে কোন কোন জিনিস কত দামে বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন লাগাম ছাড়া। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে৷ রান্নার গ্যাসের দাম, জ্বালানির দাম, ভোজ্য তেলের দাম বৃদ্ধি, কোনও কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না৷ এরই মধ্যে আবার বাজারে দিনের পর দিন বেড়ে চলেছে আলুর দাম, অন্যান্য শাকসবজি এবং মাছ, মাংস, ডিমের দাম। এই পরিস্থিতিতে বীরভূমের বেশ কয়েকটি বাজারে অভিযান চালালো আরএমসি অর্থাৎ নিয়ন্ত্রিত বাজার সমিতি।
advertisement

অভিযোগ, জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী অসাধু উপায়ে জিনিসপত্র মজুত রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কৃত্রিম ভাবে বৃদ্ধি করে থাকেন। এবার এই সকল ক্ষেত্রে যাতে কোনরকম দুর্নীতি না হয়, তার জন্য বীরভূমের বিভিন্ন বাজারে হানা দিতে শুরু করলো আরএমসি ৷

আরও পড়ুন- ঊর্ধ্বমুখী রান্নার  গ্যাসের দাম! সিউরিতে এবার কাঠের উনুনের দিকেই ঝুঁকছে মানুষ 

advertisement

মূলত, শুক্রবার থেকে বীরভূমের বিভিন্ন বাজারে এই নিয়ন্ত্রিত বাজার সমিতির আধিকারিকরা হানা দিতে শুরু করেন। প্রথম দিনেই তাদের হানা দিতে লক্ষ্য করা যায় বোলপুরের হাটতলার সবজি বাজার সহ মাছ, মাংস এবং অন্যান্য খাদ্যদ্রব্যের দোকানে। তারা সবজি বাজারে হানা দেওয়ার পাশাপাশি খতিয়ে দেখেন বিভিন্ন আড়ৎ। আড়ৎদাররা অবৈধভাবে কোনরকম মজুতদারী করছে কিনা, তা খতিয়ে দেখা হয়।

advertisement

View More

আরও পড়ুন- প্রাকৃতিক দুর্যোগে চাষাবাদের ক্ষতি? কীভাবে মিলবে সরকারি আর্থিক ক্ষতিপূরণ, রইল তথ্য

নিয়ন্ত্রিত বাজার সমিতির তরফ থেকে জানা গিয়েছে, তাদের এই অভিযানে বাজার ঘুরে দেখা এবং সেক্ষেত্রে বাজারে কোন কোন জিনিস কত দামে বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি যাতে কেউ অবৈধভাবে জিনিসপত্র মজুত না রাখতে পারে এবং দাম বৃদ্ধি করতে না পারে, তার দিকেও নজর রাখা হচ্ছে। এই অভিযানকে তারা ধারাবাহিক অভিযান বলেই জানিয়েছেন।

advertisement

তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনোও রকম অবৈধভাবে জিনিসপত্র মজুত রাখা অথবা অন্য কোনো অবৈধ কাজ ধরা পড়েনি বলেও জানা যাচ্ছে। তবে জিনিসপত্রের দাম যে ঊর্ধ্বমুখী তা ক্রেতারাই জানিয়েছেন। এই অবস্থায় তাদের সংসার চালানোর ক্ষেত্রে বেশ অসুবিধা হচ্ছে বলেও তারা জানালেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বীরভূমের বাজারে বাজারে হানা আরএমসি-র! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল