TRENDING:

Birbhum News: টানা বৃষ্টিতে জনজীবন বিপন্ন, বন্যার আশঙ্কা বীরভূমে

Last Updated:

টানা বৃষ্টিতে বন্যার আতঙ্ক বাড়ছে বীরভূমে। নদীগুলো জলে টইটুম্বুর, যেকোনও মুহূর্তে বিপদ ঘটতে পারে বলে জেলাবাসীর আশঙ্কা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: প্রবল বৃষ্টিতে জনজীবন বিপন্ন বীরভূমে। ফুঁসছে জেলার নদীগুলো। প্রবল হয়ে উঠেছে বন্যার আশঙ্কা। জলমগ্ন হতে শুরু করেছে জেলার একাধিক এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেও টানা বৃষ্টি হচ্ছে। এরফলেই অনেকের মনেই ২০০০ সালের ভয়াবহ বন্যার দুঃস্বপ্ন উঁকি দিচ্ছে। জেলার প্রবীণদের আশঙ্কা, এভাবেই আরও দু’দিন বৃষ্টি হলে বহু জায়গা জলের তলায় চলে যাবে।
advertisement

আরও পড়ুন: ‘সময় আসছে, সপরিবারেই ভেতরে থাকতে হবে…’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টির ফলে বীরভূমের চারটি ব্লকে অজয় নদ ও হিংলো জলাধার লাগোয়া বেশ কিছু গ্রামে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে নদীর পার্শ্ববর্তী এলাকায় মাইকিং শুরু করা হয়েছে। নদীর পাড়ে বসবাসকারীদের আশ্রয় শিবিরে উঠে যেতে বলা হচ্ছে। এদিকে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, দেউচা ব্যারেজ থেকে বৃহস্পতিবার সকালে ৪৮৩৮ কিউসেক এবং ব্রাহ্মণী ব্যারেজ থেকে ৩১৭৭ কিউসেক জল ছাড়া হয়েছে।

advertisement

View More

অন্যদিকে অত্যাধিক বৃষ্টির কারণে টানা জল ছেড়ে চলেছে ডিভিসি। ব্যারেজগুলো থেকে টানা জল ছাড়ায় বন্যার আশঙ্কা আরও তীব্র হয়েছে। নদীর জলস্তর বেড়ে ডুবে গিয়েছে শাল নদীর সেতু। এর ফলেই বেশ কয়েকদিন ধরে ইলামবাজার থেকে পারুই যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্ঘটনা এড়াতে ইলামবাজার ও পারুই থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: টানা বৃষ্টিতে জনজীবন বিপন্ন, বন্যার আশঙ্কা বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল