TRENDING:

Birbhum News : গাড়িতে থাকা ঢালাইয়ের পাটা সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

দক্ষিণী সিনেমা 'পুষ্পা দ্য রাইজ' সিনেমা আশা করি অধিকাংশ মানুষই দেখে ফেলেছেন। এই সিনেমা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: দক্ষিণী সিনেমা 'পুষ্পা দ্য রাইজ' সিনেমা আশা করি অধিকাংশ মানুষই দেখে ফেলেছেন। এই সিনেমা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই সিনেমার বিভিন্ন গান এবং স্টাইলে দীর্ঘ সময় ধরে মজে থাকতে দেখা যায় নেটিজেনদের।আবার এই সিনেমাতেই দেখানো হয়েছিল, কীভাবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চন্দন কাঠ পাচার করা যায়। রুপালি পর্দার প্রেক্ষাপটে দেখানো হয়, উপরে দুধ আর নিচে কীভাবে পাচার হচ্ছে চন্দন কাঠ। আবার কখনো অ্যাম্বুলেন্সের মাধ্যমেই চন্দন কাঠ পাচার করার দৃশ্য দেখা যায়। এবার বাস্তবেও এমনই ঘটনা ঘটলো বীরভূমে। যদিও পুলিশি তৎপরতায় এই পাচার রুখে দেওয়া সম্ভব হয়।
advertisement

বীরভূমের উপর দিয়ে এইভাবে ফিল্মি কায়দায় পাচার করা হচ্ছিল টন টন কয়লা। তবে এই টন টন কয়লা পাচার হওয়ার খবর পুলিশ আগেই পেয়েছিল গোপন সূত্রে। গোপন সূত্রে পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ আগে থেকেই ওঁৎ পেতে বসেছিল। এরপর সন্দেহ হতেই পুলিশের তরফ থেকে দুটি গাড়ির পথ আটকানো হয় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর গড়গড়া ঘাটের কাছে।

advertisement

আরও পড়ুন - Money Recovery : খোদ স্ত্রী স্বামীর ৭৫ লক্ষ টাকা লুঠ করলেন, বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ

দুবরাজপুর থানার পুলিশ রবিবার যে দুটি গাড়ির পথ আটকায় সেই দুটি গাড়ির একটি গাড়ি পিকআপ ভ্যান এবং অন্যটি ছিল ১১০৯। এই দুটি গাড়ির মধ্যে পিকআপ ভ্যান গাড়িটিতে নিয়ে যাওয়া হচ্ছিল ঢালাইয়ের পাটা এবং ১১০৯ গাড়িটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। পুলিশ এই দুটি গাড়ি আটক করে তল্লাশি চালাতে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়।

advertisement

আরও দেখুন -  Partha Chatterjee Arrest : এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও

ঢালাই করার পাটা সরাতেই দেখা যায় তার নিচে রয়েছে টন টন কয়লা। একইভাবে ১১০৯ গাড়ির ত্রিপল সরানোর পরে সেখানেও দেখা যায় বেশ কয়েক টন কয়লা রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই গাড়ি দুটিকে আটক করে। যদিও পুলিশের এই তল্লাশির ফাঁকে ওই দুটি গাড়ির চালক এবং খালাসিরা ঘটনাস্থল থেকে চম্পট দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুটি গাড়ির ছোট গাড়িতে আনুমানিক পাঁচ টন এবং বড় গাড়িটিতে আনুমানিক ১০ টন কয়লা মজুত ছিল। এই দুটি গাড়িই এইভাবে কয়লা লোড করে খয়রাশোলের ভিমগড়ের দিক থেকে আসছিল। তবে কোথায় থেকে এই কয়লা আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। অন্যদিকে পুলিশ ওই দুটি গাড়িকে আটক করেছে এবং এই প্রায় ১৫ টন কয়লা বাজেয়াপ্ত করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : গাড়িতে থাকা ঢালাইয়ের পাটা সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল