বীরভূমের উপর দিয়ে এইভাবে ফিল্মি কায়দায় পাচার করা হচ্ছিল টন টন কয়লা। তবে এই টন টন কয়লা পাচার হওয়ার খবর পুলিশ আগেই পেয়েছিল গোপন সূত্রে। গোপন সূত্রে পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ আগে থেকেই ওঁৎ পেতে বসেছিল। এরপর সন্দেহ হতেই পুলিশের তরফ থেকে দুটি গাড়ির পথ আটকানো হয় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর গড়গড়া ঘাটের কাছে।
advertisement
দুবরাজপুর থানার পুলিশ রবিবার যে দুটি গাড়ির পথ আটকায় সেই দুটি গাড়ির একটি গাড়ি পিকআপ ভ্যান এবং অন্যটি ছিল ১১০৯। এই দুটি গাড়ির মধ্যে পিকআপ ভ্যান গাড়িটিতে নিয়ে যাওয়া হচ্ছিল ঢালাইয়ের পাটা এবং ১১০৯ গাড়িটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। পুলিশ এই দুটি গাড়ি আটক করে তল্লাশি চালাতে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়।
আরও দেখুন - Partha Chatterjee Arrest : এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও
ঢালাই করার পাটা সরাতেই দেখা যায় তার নিচে রয়েছে টন টন কয়লা। একইভাবে ১১০৯ গাড়ির ত্রিপল সরানোর পরে সেখানেও দেখা যায় বেশ কয়েক টন কয়লা রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই গাড়ি দুটিকে আটক করে। যদিও পুলিশের এই তল্লাশির ফাঁকে ওই দুটি গাড়ির চালক এবং খালাসিরা ঘটনাস্থল থেকে চম্পট দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুটি গাড়ির ছোট গাড়িতে আনুমানিক পাঁচ টন এবং বড় গাড়িটিতে আনুমানিক ১০ টন কয়লা মজুত ছিল। এই দুটি গাড়িই এইভাবে কয়লা লোড করে খয়রাশোলের ভিমগড়ের দিক থেকে আসছিল। তবে কোথায় থেকে এই কয়লা আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। অন্যদিকে পুলিশ ওই দুটি গাড়িকে আটক করেছে এবং এই প্রায় ১৫ টন কয়লা বাজেয়াপ্ত করেছে।
Madhab Das