TRENDING:

Birbhum News: ৩১০টি নকল সোনার কয়েন উদ্ধার বীরভূমে

Last Updated:

'বাবু, বলছি যে, ওই একটা বাড়ি তৈরি করার কাজ করতে গিয়েছিলাম। সেখানে মাটি খোঁড়ার সময় একটি পুরাতন ঘড়া পেয়েছি। তাতে বাবু বেশকিছু পুরাতন দিনের কয়েন রয়েছে। মনে হচ্ছে সেগুলি সোনার। আপনি নিতে চাইলে দিতে পারি কারণ আমরা গরীব মানুষ টাকা দরকার।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : 'বাবু, বলছি যে, ওই একটা বাড়ি তৈরি করার কাজ করতে গিয়েছিলাম। সেখানে মাটি খোঁড়ার সময় একটি পুরাতন ঘড়া পেয়েছি। তাতে বাবু বেশকিছু পুরাতন দিনের কয়েন রয়েছে। মনে হচ্ছে সেগুলি সোনার। আপনি নিতে চাইলে দিতে পারি কারণ আমরা গরীব মানুষ টাকা দরকার।' ঠিক এই ভাবেই ফোন করে গল্প সাজিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয় বহু মানুষকে। দীর্ঘদিন ধরেই এই প্রতারণার ফাঁদ চলছে। মাঝে মাঝেই এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং তাদের থেকে উদ্ধার করা হয় নকল সোনার কয়েন।
advertisement

সাধারণত এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে বীরভূমের সাঁইথিয়া এবং শান্তিনিকেতন থানা এলাকায়। সেরকমই গত সপ্তাহের শনিবার সাঁইথিয়া থানার পুলিশ একটি প্রতারণার ছক কষার ঘটনায় শেখ জালালউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুনঃ থমথমে সিউড়ির বাঁশজোড়! যুবক খুনের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের

advertisement

পাঁচ দিনের পুলিশি হেফাজতে জেরা চলাকালীন শেখ জালালউদ্দিন নকল সোনার কয়েন মজুত রাখার বিষয়ে স্বীকার করেন এবং তার দেওয়া ঠিকানা অর্থাৎ বাতাসপুর রেল স্টেশনের কাছে থাকা রেলস্টেশন পল্লী থেকে ৩১০ টি নকল সোনার কয়েন উদ্ধার করা হয় সোমবার। ৩১০ টি নকল সোনার কয়েন উদ্ধার করার পাশাপাশি নগদ টাকাও উদ্ধার করা হয়েছে যা প্রতারণার টাকা।

advertisement

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ জালালউদ্দিন গত পাঁচ নভেম্বর এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলেন। তবে প্রতারণার সেই ঘটনা ঘটার আগেই সাঁইথিয়া থানার পুলিশ খবর পায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শেখ জালালউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে ৩১০ টি নকল সোনা উদ্ধার করার পাশাপাশি দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ৩১০টি নকল সোনার কয়েন উদ্ধার বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল