সাধারণত এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে বীরভূমের সাঁইথিয়া এবং শান্তিনিকেতন থানা এলাকায়। সেরকমই গত সপ্তাহের শনিবার সাঁইথিয়া থানার পুলিশ একটি প্রতারণার ছক কষার ঘটনায় শেখ জালালউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুনঃ থমথমে সিউড়ির বাঁশজোড়! যুবক খুনের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের
advertisement
পাঁচ দিনের পুলিশি হেফাজতে জেরা চলাকালীন শেখ জালালউদ্দিন নকল সোনার কয়েন মজুত রাখার বিষয়ে স্বীকার করেন এবং তার দেওয়া ঠিকানা অর্থাৎ বাতাসপুর রেল স্টেশনের কাছে থাকা রেলস্টেশন পল্লী থেকে ৩১০ টি নকল সোনার কয়েন উদ্ধার করা হয় সোমবার। ৩১০ টি নকল সোনার কয়েন উদ্ধার করার পাশাপাশি নগদ টাকাও উদ্ধার করা হয়েছে যা প্রতারণার টাকা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ জালালউদ্দিন গত পাঁচ নভেম্বর এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলেন। তবে প্রতারণার সেই ঘটনা ঘটার আগেই সাঁইথিয়া থানার পুলিশ খবর পায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শেখ জালালউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে ৩১০ টি নকল সোনা উদ্ধার করার পাশাপাশি দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
Madhab Das