Birbhum News : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে

Last Updated:

একাধিক অভিযোগের মধ্যে বীরভূমে এমন এক অভিযোগ সামনে এল যা সত্যিই মারাত্মক।

+
প্রতারণার

প্রতারণার অভিযোগ

#বীরভূম: গরিব দুঃস্থ দরিদ্র প্রতিটি পরিবার যাতে মাথা গোঁজার ঠাঁই পায় তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প আনা হয়েছে। কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের টাকা বন্টন নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ দেখা যায়। এই সকল অভিযোগের মধ্যে বীরভূমে এমন এক অভিযোগ সামনে এল যা সত্যিই মারাত্মক।
বীরভূমের নলহাটি দু'নম্বর ব্লকের অন্তর্গত বারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মিনা বিবি অভিযোগ করেছেন, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন এবং সেই অনুযায়ী তিনি সরকারের তরফ থেকে কিস্তিতে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু সেই টাকা তিনি পাচ্ছেন না, পরিবর্তে সেই টাকা আত্মসাৎ করে নিচ্ছেন এলাকার পঞ্চায়েত সদস্যা তহসিনা খাতুনের স্বামী রেজাউল হোসেন ওরফে ডাবলু। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা নলহাটি দু'নম্বর ব্লকের অন্তর্গত বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরতের দাবি করেছেন।
advertisement
আরও পড়ুনঃ রবিশস্য চাষের জন্য অভিনব পদক্ষেপ কেন্দুয়ায়
তবে প্রশ্ন হল কীভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা টাকা ওই ব্যক্তি আত্মসাৎ করছেন? এবিষয়ে মিনা বিবি জানিয়েছেন, তার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢোকার খবর পেয়েই ডাবলু তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ব্যাংকে নিয়ে যান। বলেন ইট, পাথর, বালি সমস্ত কিছু বাড়ি তৈরি করার জন্য ফেলে দেওয়ার দায়িত্ব তার এবং এই বলে টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিজের হাতে নিয়ে নেন।
advertisement
advertisement
দ্বিতীয় কিস্তিতে যে ৫০,০০০ টাকা ঢুকেছিল সেই টাকার মধ্যে ৪৯ হাজার টাকা তুলে নেওয়া হয়। অথচ তিনি এই বিষয়ে কিছু জানতেন না, একদিন পাস বই আপডেট করতে গিয়ে জানতে পারেন। এসবের পরিপ্রেক্ষিতেই তিনি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নলহাটি দু'নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও বিধান রঞ্জন হাওলাদার জানিয়েছেন, তিনি এইরকম একটি অভিযোগ পেয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে। যদি তা প্রমাণিত হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement