Birbhum News: থমথমে সিউড়ির বাঁশজোড়! যুবক খুনের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত সপ্তাহের শনিবার রাতে সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোড় গ্রামের ১৯ বছর বয়সী যুবক শেখ ফাইজুলকে কুপিয়ে খুন করা হয়। ভোজালির কোপে ক্ষতবিক্ষত হওয়ার পর তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
#বীরভূম : গত সপ্তাহের শনিবার রাতে সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোড় গ্রামের ১৯ বছর বয়সী যুবক শেখ ফাইজুলকে কুপিয়ে খুন করা হয়। ভোজালির কোপে ক্ষতবিক্ষত হওয়ার পর তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের দেহ ময়নাতদন্তের পর রবিবার তার সৎকার করা হয়। ঘন্টার পর দেখতে দেখতে কেটে গিয়েছে ৪৮ ঘন্টা, কিন্তু এখনো গ্রামবাসীদের মধ্যে রয়েছে সেই আতঙ্ক।
শনিবারের রাতে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর সোমবার থেকে গ্রামের রাস্তায় সেই ভাবে লোকজন দেখা যায়নি বললেই চলে। সোমবারের সেই ছবির পরিবর্তন ঘটেনি মঙ্গলবারও। গ্রামে বাসিন্দাদের তুলনায় যেন অনেক বেশি মোতায়েন রয়েছে পুলিশ। বিপুলসংখ্যক এই পুলিশ মোতায়েন করা হয়েছে মূলত ওই যুবকের খুনের ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় পুনরায় কোন অশান্তি না বাঁধে।
advertisement
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ! মারাত্মক ঘটনা বীরভূমে
সোমবার সকাল থেকেই এই গ্রামের রাস্তাঘাট অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় ফাঁকা নজরে আসতে দেখা যায়। অন্ততপক্ষে এই রাস্তার উপর দিয়ে যে সকল টোটো চালক অথবা ব্যবসায়ীরা যাতায়াত করেন তারা এমনটাই দাবী করেছেন। তারা জানিয়েছেন, অন্যান্য সময় গ্রামের রাস্তায় গ্রামের ছেলে মেয়ে এবং অন্যান্যদের ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু এখন সব ফাঁকা দেখতে পাচ্ছি। অন্যদিকে এমন ঘটনার পর এদিন স্থানীয় বাসিন্দাদের কাউকে ক্যামেরার সামনে মুখ খুলতে দেখা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৩১০টি নকল সোনার কয়েন উদ্ধার বীরভূমে
তবে শেখ ফাইজুল খুনের ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া ১৫ জনের মধ্যে মূল অভিযুক্ত কাজল শা সহ পাঁচজনে বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছেন এবং বাকি ১০ জনকে পাঠানো হয়েছে সংশোধনাগারে। এমন মর্মান্তিক ঘটনার পর থেকেই মৃত যুবকের বাবা এবং গ্রামের বাসিন্দারা অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
November 08, 2022 2:36 PM IST