ওই ক্যাফের মালিক সানন্দ সাঁতরা আমাদের জানান, আজ থেকে ঠিক এক বছর আগে তিনি এই ক্যাফে খুলেছেন। তবে থেকেই ভাল বিক্রি হচ্ছে তার ক্যাফেতে। খুব অল্প মূল্যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খাইয়ে থাকেন তিনি। তবে পুজো উপলক্ষে নতুনত্ব আনবেন খাবারে মেনুতে।
আরও পড়ুন: ভারত-সেরার র্যাঙ্কিংয়ে কলকাতার একাধিক স্কুল! কোন স্কুল কত নম্বরে? দেখুন এক নজরে
advertisement
কলকাতা শহরে যে সমস্ত খাবার পাওয়া যায় যেগুলো বর্তমানে রামপুরহাট শহরে উপলব্ধ নয় সেই সমস্ত খাবার তিনি তাঁর ক্যাফেতে রাখেন বলে জানান। আর সেই সব নতুন নতুন মুখরোচক খাবার খেতে শুধু যে রামপুরহাটের মানুষ তাঁর ডেরায় হাজির হন তা নয়, রামপুরহাটের বাইরে থেকেও মানুষজনরা আসছেন তাঁর ক্যাফেতে। তিনি আমাদের আরও জানান যদি কেউ এখানে একান্ত নিজেদের জীবনের সুন্দর মুহূর্ত উদযাপন করতে চান, তাহলে তারও ব্যবস্থা রয়েছে। স্পেশ্যাল টেবিল বুকিং-এর মাধ্যমে জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিভিন্ন বিশেষ দিন পালন করে থাকেন এখানে অনেকেই।
সৌভিক রায়