TRENDING:

Mysterious Temple: মাটি খুঁড়তে গিয়ে ঘটে অলৌকিক ঘটনা! বীরভূমের মল্লেশ্বর মন্দিরের কাহিনি অবাক করবে!

Last Updated:

Mysterious Temple: চট করে ঘুরে আসতে পারেন বীরভূমের এই মন্দির! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: মল্লরাজা কিম্বা মল্লজাতির কেউ নাকি এই মন্দিরগুলির প্রতিষ্ঠা করেছিলেন। মহাভারতের ইতিহাসের সঙ্গেও রয়েছে নাকি সম্পর্ক। এলাকায় এমনই কথিত আছে। তবে ইতিহাসবিদরা অবশ্য মহাভারতের ইতিহাস মানেন না। এমনই নানান গল্প রয়েছে বীরভূমের মল্লারপুরের মল্লেশ্বর মন্দিরকে কেন্দ্র করে। রামপুরহাট-সাঁইথিয়া পথের মাঝে অবস্থিত অতীতের ঐতিহ্যবাহী গ্রাম শিবপাহাড়ি। এই গ্রামে মল্লেশ্বর নামে প্রাচীন ও প্রসিদ্ধ শিব আছেন যাকে কেন্দ্র করে আরও ২৩টি শিব মন্দির গড়ে।
advertisement

রামপুরহাট থেকে বাসে এখানে সরাসরি আসা যায়। সাহেবগঞ্জ লুপ লাইনে মল্লারপুর স্টেশন অবস্থিত হলেও মন্দিরগুলি স্টেশন থেকে বেশ কিছুটা দূরে, অতএব বাসে আসাই সুবিধের। এলাকা সূত্রে জানা গিয়েছে, অতীতে মল্লারপুর যে কত সমৃদ্ধশালী ছিল তার প্রমাণ পাওয়া যায় শিবগঞ্জে এর মন্দির-পল্লি দেখে। চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা এক বিরাট চত্বরের মধ্যে মল্লেশ্বর শিব মন্দির ব্যতীত বেশিরভাগই আকারে ছোট। প্রধান তোরণটি দ্বিতল এবং উত্তর দিকে অবস্থিত। তোরণদ্বারের ওপর নহবতখানা। পূর্ব দিকেও শিববাড়িতে প্রবেশের একটি পথ আছে। শিববাড়ির অভ্যন্তরস্থ মন্দিরগুলি নানা অলংকরণ, দেবদেবী, মূর্তির এবং কীর্তনের দৃশ্যাবলিতে সমৃদ্ধ। মল্লেশ্বর শিব মন্দিরের কাছে একটি মন্দিরে সিদ্ধেশ্বরী দেবীর একটি শিলামূর্তি প্রতিষ্ঠিত আছে। সিঁদুরচর্চিত মুখমণ্ডলে উজ্জ্বল হয়ে আছে জাগ্রত ত্রিনয়ন। এই সিদ্ধেশ্বরী দেবীকে মল্লেশ্বর শিবের শক্তিস্বরূপা বলা হয়।

advertisement

আরও পড়ুন:  ‘আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি!’ ফেলের খুশিতে ভিডিও বানিয়ে যা করল ছাত্র! ভাইরাল

আরও পড়ুন:

মল্লেশ্বর শিব সম্পর্কে এ অঞ্চলে একাধিক জনশ্রুতি আছে। প্রাচীনকালে মল্লারপুর ছিল ঘোর অরণ্যসংকুল স্থান। শোনা যায় পল্লিবাসী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মল্লনাথ এখানে খুঁড়তে শুরু করে। প্রথমে উদ্ধার হয় ঘড়াভর্তি গুপ্তধন। তারপর কীসের ওপর যেন কোদাল প্রতিহত হতেই আগুন জ্বলে ওঠে অকস্মাৎ। মল্লনাথ শুনতে পায় দৈববাণী–- ‘আমি জয়দ্রথ পূজিত দেব সিদ্ধিনাথ। এক্ষণে তোমার নাম অনুসারে মল্লনাথ বা মল্লেশ্বর নামে আত্মপ্রকাশে অভিলাষী। প্রয়োজনীয় ব্যবস্থা ও মন্দিরাদি নির্মাণের উদ্যোগ নাও তুমি।’ মল্লেশ্বরের মস্তকে এখনও সেই কোদালের ক্ষতচিহ্ন বর্তমান। গুপ্তধন পেয়ে মল্লনাথ হলেন রাজা মল্লনাথ। আর সেই মল্লনাথের নামানুসারে এই জায়গাটির নামও হল মল্লারপুর। সিদ্ধিনাথ শিব সম্পর্কেও এই অঞ্চলে একাধিক জনশ্রুতি আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
Mysterious Temple: মাটি খুঁড়তে গিয়ে ঘটে অলৌকিক ঘটনা! বীরভূমের মল্লেশ্বর মন্দিরের কাহিনি অবাক করবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল