কলকাতা: সদ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছে। রাজ্যে বহু ছেলে মেয়ে ভীষণ ভাল ফল করেছে। পাশের হার খুব ভাল। বেশির ভাগ ছাত্র-ছাত্রীর নম্বর ভাল। খুশির হাওয়া সব জায়গায়। এমনকী টিউশন না পড়েই র্যাঙ্ক করা, ঠিক মতো খাবার জোটে না অথচ দারুণ রেজাল্ট করে চমকে দিয়েছে একের পর এক ছাত্র-ছাত্রী।
তবে ফেল যে একেবারেই করেনি তা নয়। এর মধ্যে অনেকেই ফেল করেছে। কিন্তু ফেল করে কেউ ভিডিও বানাতে পারে? এমনটা ভাবতেও অবাক লাগবে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো হাসির রোল শুরু হয়েছে।
আরও পড়ুন:
বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেয়েছে। আর সেই দিনেই এক ছাত্র এমন এক ভিডিও বানালো, যা অবাক করবে। ভিডিওটি সে বানিয়েছে পাশের আনন্দে নয়। ফেল করার আনন্দে। ভিডিওটি ইতিমধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন বহু মানুষ শেয়ার করেছেন।
আরও পড়ুন:
তবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ছেলেটি আদৌ পরীক্ষায় ফেল করেছে? নাকি সবটাই মজা করে করেছে। ভাইরাল হওয়ার চক্করে কত কী না হয়। এই ভিডিওতে যা বলছে সে, শুনলে চমকে যাবেন!
আরও পড়ুন: সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর!
হলুদ টি শার্ট পরে ক্যামেরার সামনে বসে ছাত্র তাঁর নিজের নাম বলছে। তার পর বলছে , ‘আমি উচ্চ মাধ্যমিকে ২০ শতাংশ নম্বর পেয়ে ফেল করেছি।” এর পরেই সে তারএই ফেল করাকে সাফল্য বলছে। এবং ধন্যবাদ জানাচ্ছে তার মোবাইল ফোন, নেট কানেকশন এবং মোবাইল গেমকে। এই কথা বলতে বলতে সে নিজেই একটা কালো চশমা পরে নিচ্ছে। পুরো ভিডিওটাই মজা করে বানানো হয়েছে। কিন্তু এই ভিডিও এখন তুমুল ভাইরাল। যদিও নেটিজেনরা বলছেন, ছেলেটি আদৌ পরীক্ষা দেয়নি, বা সে ফেল করেনি। গোটাটাই মজা করে করা ভিডিও। যা দেখে বোঝাও যাচ্ছে। তবে সত্যিই সে ফেল করেছে কী করেনি তা নিউজ১৮ যাচাই করে দেখেনি। এই ভিডিও শুধু মাত্র ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, Viral Video