Anubrata Mondal Kali Puja: এ বছর কত ভরি সোনায় সাজছেন অনুব্রতর মণ্ডলের মা কালী...! জানলে আঁতকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Anubrata Mondal Kali Puja: দীপান্বিতা কালীপুজোর সময় বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে ধুমধাম করে পালিত হতো কালীপুজো। ২০২১ সালের ৫৭০ ভরি গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল কালী মায়ের মূর্তি।
advertisement
1/5

*বীরভূম, সৌভিক রায়: আজ দীপান্বিতা কালীপুজো। আজ থেকে কয়েক বছর আগে এই দীপান্বিতা কালীপুজোর সময় বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে ধুমধাম করে পালিত হতো কালীপুজো। ২০২১ সালের ৫৭০ ভরি গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল কালী মায়ের মূর্তি। তবে তার পরে সময় অনেকটা পেরিয়েছে। জেল বন্দি থেকে শুরু করে জেল মুক্তি হয়েছে অনুব্রত মণ্ডলের।
advertisement
2/5
*দীর্ঘ দুঃসময়ের ঘন অন্ধকার কাটিয়ে ফের আলোর রোশনাই ভেসে উঠছেন তিনি। বীরভূমের ‘কেষ্ট’ এখন অনেকটাই স্বমহিমায়। দলের কোর কমিটির আহ্বায়ক হিসেবে ফের গুরুত্ব পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সেই জোয়ারেই এবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ধুমধাম করে হতে চলেছে কালীপুজো।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
*তৃণমূলের তরফ থেকে শোনা যাচ্ছে, আগের মতোই সোনায় মোড়া হবে মা কালী। তবে, ২০২১ সালের মতো প্রায় ৫৭০ ভরি গয়না পরাবেন কী না, তা নিয়ে মুখ খুলছেন না কেউ। তবে সূত্রের খবর, “এ বছরও কম কিছু নয়!” এই পুজো প্রায় ৪০ বছরের পুরনো। একসময় অফিসের নিচের তলায় হত, পরে নিয়ে যাওয়া হয় তৃণমূল কার্যালয়ের উপরে।
advertisement
4/5
*এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কেষ্টর রাজনৈতিক দাপট যত উঠেছে, ততই বেড়েছে পুজোর জৌলুস। তবে গরু পাচার মামলায় তিহার যাত্রার সময়টাতেই যেন পুজোর রং ফিকে হয়েছিল। সেই সময় মা কালীর গয়নাও তদন্তের আওতায় আসে। কিন্তু এ বার চিত্রটা একদম অন্য। তদন্তের আতঙ্ক পেরিয়ে দলে ফের ‘অবস্থান মজবুত’। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন, বীরভূমে অনুব্রতের বিকল্প এখনও কেউ নন।
advertisement
5/5
*তবে এই বছর কত ভরি সোনা দিয়ে মা কালীকে সাজানো হবে সেই বিষয়ে অনুব্রত মণ্ডল পরিষ্কারভাবে কিছু না জানালেও তিনি বলেন, "প্রত্যেক বছর যেমন ভাবে মা কালীকে সাজানো হয় এই বছরও ঠিক তেমন ভাবেই মা কালীকে সাজানো হবে, আমি নিজে সাজাই না যারা মা কালীকে সাজান তারাই সাজাবেন।" পুজোর দিন রাতভর থাকছে জমজমাট আয়োজন। প্রায় তিন হাজার ভক্তের জন্য ভোগের আয়োজন করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Kali Puja: এ বছর কত ভরি সোনায় সাজছেন অনুব্রতর মণ্ডলের মা কালী...! জানলে আঁতকে উঠবেন