বন্ধুর একটা ফোন, 'বাইরে আসবি...?' তারপরেই সিউড়ি বাসস্ট্যান্ডে মিলল একটা রক্তাক্ত দেহ... চারদিক তোলপাড়
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং সিউড়ি থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
সিউড়ি: ফের শহরে হাড়হিম কাণ্ড। সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় রহস্যজনকভাবে যুবকের মৃতদেহ উদ্ধার। সূত্রের খবর, তিনি সিউড়ি মাদ্রাসাপল্লীর বাসিন্দা ও পেশায় ফল বিক্রেতা। পরিবারের বর্ণনা অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আব্বাস বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সোমবার সকালে এলাকাবাসী খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় তার দেহ পড়ে থাকতে দেখেন। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। সিউড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবারের অভিযোগ, মৃতের এক বন্ধু কথা বলে তাঁকে ডেকে নেয়। তারপর থেকেই আব্বাস নিখোঁজ হন। তার ফোন অবশ্য এখন অফ। পরিবারের ক্ষোভ, সন্দেহ ও কঠোর বিচারের দাবি স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেশী শেখ আলম বলেন, “আমরা বাড়িতে শুনলাম যে আমাদের একটা ছেলে মারা গিয়েছে। পরিবারকে নিয়ে এলাম, এসে দেখছি অফিসাররা মৃতদেহ বার করছে। এটা তো মনে হচ্ছে মেরে দিয়েছে। শাস্তি চাই। তদন্ত হোক সঠিকভাবে।” প্রতিবেশী ও পরিজনরা দ্রুত ও সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং সিউড়ি থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনার কারণ নির্ণয় ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করার জন্য ঘটনার জায়গা, সিসিটিভি ক্যামেরা, পরিচিতি ও মোবাইল ফোন রেকর্ড যাচাই করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 12:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুর একটা ফোন, 'বাইরে আসবি...?' তারপরেই সিউড়ি বাসস্ট্যান্ডে মিলল একটা রক্তাক্ত দেহ... চারদিক তোলপাড়