অন্যদিকে বুধবার সিবিআই আধিকারিকদের নতুন করে সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত হরিপুর গ্রামে আস্তে দেখা যায়। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ চালাচ্ছেন তারা। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত চলছে আর সেই তদন্তের জন্য তদন্তকারী অফিসাররা বিভিন্ন জায়গায় যেতে পারেন সে নিয়ে তিনি কিছু বলবেন না।
advertisement
আরও পড়ুন: এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র প্রদর্শনী, আয়োজনে এসএফআই!
অন্যদিকে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যেভাবে দিদির দূতরা বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন সেই প্রসঙ্গ উঠলে মন্ত্রী মলয় ঘটক জানান, এগুলিকে বিক্ষোভ বলা যাবে না। সংসারে সবাই তো আর সবকিছু পান না। সবার মধ্যেই অভাব অভিযোগ থাকে এবং সেই সকল অভিযোগ তারা জানাচ্ছেন। আমরা চেষ্টা করব সেই সকল অভিযোগ দ্রুত মিটিয়ে ফেলার।
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক স্কুলে ঢুকে এ কী করলেন! অবাক সকলে, তারিফও জুটল সমানতালে
এদিন মন্ত্রী মলয় ঘটক বক্রেশ্বর ধামে এবং সতী পিঠে পুজো দেওয়ার পর গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তার কর্মসূচি নিয়ে বেরিয়ে পড়েন।