Modi Documentary Bbc: এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র প্রদর্শনী, আয়োজনে এসএফআই!

Last Updated:

Modi Documentary Bbc: আগামী ২৭ জানুয়ারি বিকেলবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই তথ্যচিত্র দেখানো হবে।

প্রেসিডেন্সিতে মোদির ডকুমেন্টারি
প্রেসিডেন্সিতে মোদির ডকুমেন্টারি
কলকাতা: গুজরাত এবং মোদির বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখানো নিয়ে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, রাতের অন্ধকারে পাথর ছোড়ার অভিযোগ থেকে শুরু করে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া। এই বিতর্কিত তথ্যচিত্র নিয়ে এই বিশ্ববিদ্যালয় গুলিতে এই ঘটনা ঘটার সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবার এই তথ্যচিত্র দেখানোর তোড়জোড় শুরু করল ছাত্র সংগঠন এসএফআই। আগামী ২৭ জানুয়ারি বিকেলবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই তথ্যচিত্র দেখানো হবে।
তবে এই তথ্যচিত্র দেখানোর জন্য কর্তৃপক্ষের তরফে কোন অনুমতি নেওয়া হয়েছে নাকি বা কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে নাকি? তা নিয়ে অবশ্য জানা যায়নি। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর তথ্যচিত্র দেখানো নিয়ে বিশ্ববিদ্যালয় তরফে এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে এসএফআই-এর তরফে বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই তথ্যচিত্র দেখাবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইতিমধ্যেই সোশ্যাল সাইট জুড়ে তার প্রচার ও শুরু করেছে এসএফআই। তবে শুধু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখানো হবে তা নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এই তথ্যচিত্র দেখানো হতে পারে ছাত্রছাত্রীদের তরফে বলেই জানা গেছে। গুজরাট হিংসা এবং নরেন্দ্র মোদী বিষয়ক তথ্যচিত্র "ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চেন।"এই তথ্যচিত্র কে কেন্দ্র করে একের পর এক ঘটনা।
advertisement
advertisement
তথ্যচিত্রটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে নিন্দা সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীর তরফে এই তথ্যচিত্র কে বিভ্রান্তিকর এবং দেশের সংহতি রক্ষার পক্ষে ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছেন। শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সরিয়ে দিতে বলা হয়েছে এই তথ্যচিত্রের যাবতীয় লিংক। যদিও এই নিষেধাজ্ঞ সত্বেও মঙ্গলবার দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এই তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা ছিল। অভিযোগ তার আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে অভিযোগ আনা হয় এবিভিপি সদস্যরা তাদের দিকে লক্ষ্য করে পাথর ছুড়েছে।
advertisement
তা নিয়ে তারা থানায় অভিযোগও জানিয়েছে। আর এই প্রেক্ষাপটেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন এসএফআই এই তথ্যচিত্র দেখাচ্ছে।যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয় এই তথ্যচিত্র দেখানো কে কেন্দ্র করে গন্ডগোলের আশঙ্কাও করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজোকে করা কে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। টিএমসিপি তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা প্রেসিডেন্সিতে এ বছর সরস্বতী পুজো করবেন। আর তারপরের দিনই এই তথ্যচিত্র দেখানো হবে ক্যাম্পাসে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Modi Documentary Bbc: এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র প্রদর্শনী, আয়োজনে এসএফআই!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement