Purna Das Baul: জমি মাফিয়াদের খপ্পরে, চরম বিপাকে পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল

Last Updated:

Purna Das Baul: এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন পূর্ণদাস বাউলের পুত্র দিব্যেন্দু দাস।

+
title=

বীরভূম : ৪৬ বছর আগে ১৯৭৭ সালে ইলামবাজারের কামারপাড়ায় পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল তাঁর তিন সন্তানের নামে একটি জমি কিনেছিলেন। কিন্তু ২০২০-২১ সাল থেকে দেখা যায় সেই জমি জবরদখল হয়ে যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আদালতের দ্বারস্থ হলে আদালত নির্দেশ দেয় জবরদখল হওয়া জায়গা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই নির্দেশ কেউ মানছে না বলে অভিযোগ পূর্ণদাস বাউলের পরিবারের সদস্যদের। এমনকি পুলিশ, বিএলআরও সমস্ত জায়গায় জানানো হলেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সম্প্রতি ওই জমি অন্য কোন ব্যক্তির নামে স্থানান্তরিত হয়েছে বলেও অভিযোগ। তাদের অজান্তেই কীভাবে জমি হস্তান্তরিত হল তা নিয়ে তারা হতবাক। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন পূর্ণদাস বাউলের পুত্র দিব্যেন্দু দাস।
অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বাউল শিল্পী পূর্ণদাস বাউল জানিয়েছেন, বিশ্বের ১৬০টির বেশি দেশে তিনি ঘুরেছেন এবং সেখানে এখানকার সংস্কৃতি পৌঁছে দিয়েছেন। সেই জায়গায় এইভাবে তার জমি জবরদখল হয়ে যাবে তা তিনি মেনে নিতে পারছেন না। বিষয়টি নিয়ে আগেও তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এবং আগামী দিনেও জানাবেন।
advertisement
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার ওই জায়গা মাপজোঁক করা হয়। তবে সিদ্ধান্ত এখনও ঝুলে। কারণ তাদের তরফ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে অফিস কথা বলবে। অফিশিয়াল যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী জমির মালিক কে তা গ্রাহ্য হবে।
advertisement
বীরভূমের বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগ উঠতে দেখা গিয়েছে। তবে এইভাবে একজন পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পীর জমি জবরদখল হয়ে যাবে তা ভাবতেই অবাক লাগছে!
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Purna Das Baul: জমি মাফিয়াদের খপ্পরে, চরম বিপাকে পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement