অবশেষে সেই মূল অভিযুক্তকে সিউড়ি থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হল। সিউড়ি থানার পুলিশের তরফ থেকে তদন্তে নেমে এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ জিয়ারুলকে গ্রেফতার করে শুক্রবার সিউড়ি জেলা আদালতে তোলা হয়। আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত শেখ জিয়ারুলের খোঁজ পুলিশ ঘটনার পর থেকেই চালাচ্ছিল। কিন্তু তাকে বাগে আনা সম্ভব হচ্ছিল না।
advertisement
আরও পড়ুনঃ "বোমার আঘাতে শিশুদের আহত হওয়ার ঘটনা একেবারেই অবাঞ্ছিত"
অবশেষে পুলিশ তাকে সিউড়ি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে। সিউড়ি জেলা আদালতে মূল অভিযুক্তকে পেশ করার পর তার সাত দিনের পুলিশি হেফাজত চায় সিউড়ি থানার পুলিশ। যদিও পুলিশের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুনঃ জয়দেবের পুণ্যধামে মাছ বিক্রেতাদের নেই স্থায়ী জায়গা! অসুবিধায় সব মহল
সেদিনের সেই যুবক খুনের ঘটনার মূল কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে আইনজীবী জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ এবং সেই তদন্ত পুলিশের তরফ থেকে এখনো করা হচ্ছে। তবে দুটি গোষ্ঠীর মধ্যে রেষারেষি সেই বিষয়টি উঠে এসেছে। তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার সঠিক কারণ বলা সম্ভব নয়।
Madhab Das