ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পুরো প্রক্রিয়া হয় অনলাইনে। bangalarbhumi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে সারা বছরই সেই টাকা জমা দেওয়া হয়। প্রত্যেক বাস্তুজমি এবং ব্যবসায়িক জমির পৃথক পৃথক ট্যাক্স দিতে হয়। জমির পরিমাণের উপর ট্যাক্স ধার্য করা হয়। চাষের জমিতে কোনও ট্যাক্স লাগে না। তবে সময়ের মধ্যে টাকা না দিলে সেই টাকা দিয়ে লাগবে সুদ। পয়লা বৈশাখ থেকে ৩১ চৈত্র অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের হিসাবে এই ট্যাক্সের অর্থবর্ষ হয়ে থাকে।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2023 3:40 PM IST






