পুলিশকর্মীদের জামাইষষ্ঠীতে এমন শ্বশুড়বাড়ি যেতে না পারার বিষয়টিকে মাথায় রেখে এই বছর জামাইষষ্ঠীর দিন অভিনব উদ্যোগ নিল সিউড়ি থানা। সিউড়ি থানার তরফ থেকে এই সকল পুলিশ কর্মীদের জামাই আদর দেওয়ার জন্য একেবারে শ্বশুরবাড়ির মতোই আয়োজন করা হয়। জামাই পুলিশকর্মীদের একেবারে নতুন সাদা পাঞ্জাবি পরিয়ে বসানো হয় সিউড়ি থানার সামনে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে। তারপর সেখানে চলে জামাই আদর।
advertisement
যে কোনও জামাইয়ের ক্ষেত্রে জামাইষষ্ঠীর দিন তাকে সমাদর করার জন্য যেভাবে আম, লিচু, লুচি, মিষ্টি ইত্যাদির আয়োজন করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয় ঠিক তেমনি এদিন থানার তরফ থেকে আয়োজন করা হয়েছিল। এই আয়োজন পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত সেই সকল পুলিশ কর্মীরা যারা জামাই আদর পেলেন। এই সকল পুলিশ কর্মীদের জামাই আদর করার পাশাপাশি তাদের মঙ্গল কামনা করা হয় এ দিন।
থানা তরফ থেকে এই ভাবে জামাই আদর পাওয়ার পর ওই পুলিশ কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, আগেও তারা বিভিন্ন থানায় ডিউটি করেছেন। কিন্তু তাদের এই সকল অনুষ্ঠানে বাড়ি যেতে না পারার যে দুঃখ সেই দুঃখ উপলব্ধি করে কোথাও এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সিউড়ি থানার তরফ থেকে এই প্রথম এমন আয়োজন করা হলো এবং এই আয়োজন সত্যিই অভিনব।