TRENDING:

Jamai Sasthi 2022|| পুলিশ বলে কী জামাই নন! থানাতেই জামাই আদর কর্মীদের

Last Updated:

Jamai sasti at suri police station: পুলিশকর্মীদের জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়ি যেতে না পারার বিষয়টিকে মাথায় রেখে এই বছর জামাইষষ্ঠীর দিন অভিনব উদ্যোগ নিল সিউড়ি থানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: জামাইষষ্ঠীকে কেন্দ্র করে রবিবার বাড়িতে বাড়িতে মহাভোজের আয়োজন করা হয়। ষষ্ঠীতলায় গিয়ে মা ষষ্ঠীর পুজো করে সন্তানদের মঙ্গল কামনার পাশাপাশি রবিবারের এই ষষ্ঠী জামাইদের সমাদর করার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যে কারণে জামাইষষ্ঠীতে জামাইদের ঘিরে থাকে আলাদা উৎসাহ। তবে যখন অধিকাংশ মানুষেরা বাড়িতে জামাইষষ্ঠীর আয়োজনে ব্যস্ত ঠিক সেইসময় তারা কিন্তু তাদের ডিউটিতে অবিচল। তারা হলেন পুলিশকর্মীরা। কাজের তাগিদে তারা দূরদূরান্ত থেকে বিভিন্ন থানায় পোস্টিং পেয়ে থাকেন। কিন্তু দেখা যায় উৎসবের দিনগুলিতে তারা বাড়ি যাওয়ার সুযোগ পান না। ঠিক জামাই ষষ্ঠীতেও সেই একই ঘটনা। এই পুলিশকর্মীদের অনেকেই জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়ি যাওয়ার সুযোগ পান না। শ্বশুড়বাড়ি যাওয়ার সুযোগ না পাওয়ার কারণে তারা জামাই আদর পান না। তা বলে কী তারা জামাই নন!
advertisement

পুলিশকর্মীদের জামাইষষ্ঠীতে এমন শ্বশুড়বাড়ি যেতে না পারার বিষয়টিকে মাথায় রেখে এই বছর জামাইষষ্ঠীর দিন অভিনব উদ্যোগ নিল সিউড়ি থানা। সিউড়ি থানার তরফ থেকে এই সকল পুলিশ কর্মীদের জামাই আদর দেওয়ার জন্য একেবারে শ্বশুরবাড়ির মতোই আয়োজন করা হয়। জামাই পুলিশকর্মীদের একেবারে নতুন সাদা পাঞ্জাবি পরিয়ে বসানো হয় সিউড়ি থানার সামনে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে। তারপর সেখানে চলে জামাই আদর।

advertisement

যে কোনও জামাইয়ের ক্ষেত্রে জামাইষষ্ঠীর দিন তাকে সমাদর করার জন্য যেভাবে আম, লিচু, লুচি, মিষ্টি ইত্যাদির আয়োজন করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয় ঠিক তেমনি এদিন থানার তরফ থেকে আয়োজন করা হয়েছিল। এই আয়োজন পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত সেই সকল পুলিশ কর্মীরা যারা জামাই আদর পেলেন। এই সকল পুলিশ কর্মীদের জামাই আদর করার পাশাপাশি তাদের মঙ্গল কামনা করা হয় এ দিন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

থানা তরফ থেকে এই ভাবে জামাই আদর পাওয়ার পর ওই পুলিশ কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, আগেও তারা বিভিন্ন থানায় ডিউটি করেছেন। কিন্তু তাদের এই সকল অনুষ্ঠানে বাড়ি যেতে না পারার যে দুঃখ সেই দুঃখ উপলব্ধি করে কোথাও এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সিউড়ি থানার তরফ থেকে এই প্রথম এমন আয়োজন করা হলো এবং এই আয়োজন সত্যিই অভিনব।

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Jamai Sasthi 2022|| পুলিশ বলে কী জামাই নন! থানাতেই জামাই আদর কর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল