TRENDING:

Birbhum News: বাড়ি তো নয়, যেন কয়লা খনি! অতর্কিতে হানা পুলিশের, জেলে ব্যবসায়ী

Last Updated:

Birbhum News: এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ ওই কয়লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: অবৈধভাবে কয়লা পাচার অথবা মজুত রাখার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই তল্লাশি শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। একের পর এক জায়গায় নাকা চেকিং এবং তল্লাশির পরিপ্রেক্ষিতে টন টন কয়লা উদ্ধার হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে খয়রাশোল থানার পুলিশ এক ব্যক্তির কয়লা ডিপো থেকে ৮০ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ ওই কয়লা।
advertisement

খয়রাশোল থানার হাতে গ্রেফতার হওয়া ওই ব্যবসায়ী হলেন ফরিদ খান। খয়রাশোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যবসায়ীর দহল গ্রামের ডিপোতে হানা দেয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ওই ব্যবসায়ী তার ডিপো থেকে অবৈধ কয়লা পাচার করছিলেন। পুলিশ তার উপর গোপনে নজর রাখছিল এবং এরপরই অতর্কিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে এই বিপুল পরিমাণ কয়লা উদ্ধার হয়।

advertisement

আরও পড়ুন: অভিষেককে ইডির তলব, শুনে যা প্রতিক্রিয়া দিলেন অনুব্রত! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুহূর্তেই

ধৃত ব্যক্তিকে গ্রেফতার করার পর বুধবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালতে অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক সমস্ত দিক বিবেচনা করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

View More

আরও পড়ুন: কিছুতেই জামিন চাইছেন না অর্পিতা! নেপথ্যে বড় আশঙ্কা, জেলের বাইরে বেরনোও বন্ধ

advertisement

প্রসঙ্গত, এর দু'দিন আগেই দুবরাজপুর থানার পুলিশ ১৪ নম্বর জাতীয় সড়কে একটি ১৪ চাকার ট্রাক ও তিনটি ১১০৯ গাড়ি আটক করে। সেখানেও আনুমানিক ৮০ টন কয়লা উদ্ধার হয়। দুবরাজপুরে গড়গড়া ঘাটের কাছে এই সকল গাড়িগুলি আটক করা হয়েছিল। যদিও সেই ঘটনায় কারোকে আটক অথবা গ্রেফতার করা সম্ভব না হলেও এবার খয়রাশোল থানার পুলিশ এই অবৈধ কয়লা পাচারের ঘটনায় একজনকে গ্রেফতার করতে সক্ষম হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিউড়ি সদর হাসপাতালে চালু হতে চলেছে ১০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালিসিস কেন্দ্র
আরও দেখুন

---মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বাড়ি তো নয়, যেন কয়লা খনি! অতর্কিতে হানা পুলিশের, জেলে ব্যবসায়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল