SSC Scam: কিছুতেই জামিন চাইছেন না অর্পিতা! নেপথ্যে বড় আশঙ্কা, জেলের বাইরে বেরনোও বন্ধ

Last Updated:

SSC Scam: আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলের প্রাণ সংশয় রয়েছে। ইডি হেফাজতে তাঁকে যা খাবার এবং জল খেতে দেওয়া হবে, তা যেন পরীক্ষা করে তবেই দেওয়া হয়।

জামিন চাইছেন না অর্পিতা
জামিন চাইছেন না অর্পিতা
#কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে গত ২৬ দিন ধরে বন্দি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জামিনের আবেদন বেশ কয়েকবার নাকচ হয়েছে। বুধবার আবারও পার্থের জামিনের আবেদন করে তাঁর আইনজীবীরা আদালতের কাছে জানতে চাইলেন, প্রাক্তন মন্ত্রীর জামিনে মুক্তি পেতে বাধা কোথায়? এ ব্যাপারে মন্ত্রীর বিভিন্ন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আদালতে পার্থের আইনজীবীদের যুক্তি, ‘‘ওঁর বা়ড়ি থেকে তো কিছুই পাওয়া যায়নি।’’ একদিকে যখন বারবার জামিনের আর্জি করছেন প্রাক্তন মন্ত্রী, তেমনই ওই একই মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু জামিনের আবেদনই করছেন না। আর অর্পিতার এই জামিন-অনীহার নেপথ্যে কি রয়েছে বড় আশঙ্কা, শুরু হয়েছে গুঞ্জন।
প্রসঙ্গত, এর আগে আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলের প্রাণ সংশয় রয়েছে। ইডি হেফাজতে তাঁকে যা খাবার এবং জল খেতে দেওয়া হবে, তা যেন পরীক্ষা করে তবেই দেওয়া হয়। এমনকী জেলেও অর্পিতার পর্যাপ্ত নিরাপত্তার দিকে নজর দিতে অনুরোধ করেছিলেন আইনজীবী। অর্পিতার আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন অর্পিতাকে যাতে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা দেওয়া হয়।
advertisement
advertisement
এছাড়া আইনজীবীদের পক্ষ থেকে জেলে অর্পিতার নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও করা হয়। অর্পিতার আইনজীবীরা আদালতে আগেই জানিয়েছেন, জেলের ভিতর অর্পিতার প্রাণনাশের ভয় রয়েছে। অর্পিতাকে দেওয়া খাবার এবং জল যাতে পরীক্ষা করা হয় তার আবেদনও তারা করেন। প্রসঙ্গত অর্পিতার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা জেরার মুখে অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, পার্থ এবং অর্পিতার বাড়ি থেকে তারা একাধিক নথি পেয়েছে যেখান থেকে তারা দুজনের একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।
advertisement
এদিকে, ভার্চুয়াল শুনানির বদলে আদালতে হাজির হয়ে শুনানিতে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন পার্থ এবং অর্পিতার আইনজীবী। পার্থ তাঁর আইনজীবীর মাধ্যমে এ-ও জানিয়েছিলেন যে, আদালতে সশরীরে হাজির হওয়া তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তা থেকে যেন তাঁকে বঞ্চিত না করা হয়। কিন্তু আদালতের নির্দেশে দেখা গেল পার্থ এবং অর্পিতা দু’জনকেই ভার্চুয়াল শুনানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ জেলের বাইরে বেরোনোর ইচ্ছে পূরণ হল না পার্থ-অর্পিতার। একইসঙ্গে ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: কিছুতেই জামিন চাইছেন না অর্পিতা! নেপথ্যে বড় আশঙ্কা, জেলের বাইরে বেরনোও বন্ধ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement