বঙ্গ বিজেপিকে কড়া বার্তা সন্তোষের! অনুপস্থিত কেন এত নেতা, গেরুয়া শিবিরে প্রবল গুঞ্জন

Last Updated:

Bengal Bjp: কোন্দল বাড়লে মনোবল কমে কর্মীদের। এমনটাও বলেছেন বি এল সন্তোষ। বিজেপি সূত্রে এমনই খবর।

বঙ্গ বিজেপিতে অনৈক্য!
বঙ্গ বিজেপিতে অনৈক্য!
#কলকাতা:  বিজেপির তিন দিনের প্রদেশ প্রশিক্ষণ শিবিরের অন্তিম দিনে  দলের শৃঙ্খলার প্রশ্নে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কড়া বার্তা বি এল সন্তোষের। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নানান কড়া বার্তা দিয়েছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ বলে বিজেপি সূত্রের খবর। প্রশিক্ষণ শিবির শেষে বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে বৈঠক করে কোনও ভাবেই দলীয় কোন্দল বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বি এল সন্তোষ বলেন , নির্বাচনের আগে ঘরোয়া কোন্দল  থাকলে দলীয় কর্মীদের মনোবল ভাঙতে পারে। দল বড় হলে দায়িত্বও বাড়ে। কোন্দল বাড়লে মনোবল কমে কর্মীদের। এমনটাও  বলেছেন বি এল সন্তোষ। বিজেপি সূত্রে এমনই খবর।
এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির সবাইকে এক হয়ে কাজ করার বার্তা দেওয়া হয় দিল্লির নেতাদের পক্ষ থেকে। এবার রাজ্য সফরে এসে দলীয় প্রশিক্ষণ শিবিরেই সেই বার্তা দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক। বিজেপির প্রশিক্ষণ শিবির উপলক্ষে দু'দিনের রাজ্য সফর শেষ করে মঙ্গলবার দিল্লি ফিরেছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সুনীল বনসলের প্রথম রাজ্য সফর।
advertisement
advertisement
আর সেখানেও রাজ্য বিজেপি ঐক্যের ছবি দেখাতে পারেনি। এ রাজ্য থেকে মোদী সরকারের  তিনজন কেন্দ্রীয় মন্ত্রী গরহাজির থাকলেন সুনীল বনসলের সফরেই। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দলের চারজন সাংসদ রয়েছেন। যাদের মধ্যে একমাত্র বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, সুনীল বনসলের এ রাজ্যের প্রথম দলীয় কর্মসূচিতে অংশ নিলেও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের দেখা মিলল না।  তা নিয়েই শুরু হয়েছে বিজেপির অন্দরে জোর চর্চা। প্রশ্ন উঠতে শুরু করেছে দলের তিনজন সাংসদ তথা  কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রশিক্ষণ শিবিরে হাজির থাকতে বলা হলেও কেন তাঁরা অনুপস্থিত থাকলেন?
advertisement
জানা গিয়েছে, শুধুমাত্র তিনজন কেন্দ্রীয় মন্ত্রীই শুধু নন, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের এ রাজ্যের প্রথম রাজনৈতিক শিবিরে বঙ্গের আরও কয়েকজন পদ্ম নেতাও গরহাজির ছিলেন।  প্রসঙ্গত, দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা থেকে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে বাদ দিয়ে রাজ্যের অন্য চার সাংসদকে মন্ত্রী করেছিল বিজেপি। বাবুল বিজেপি ছেড়ে এখন রাজ্যে তৃণমূল সরকারের মন্ত্রী। দেবশ্রী এসেছেন বৈদিক ভিলেজের শিবিরে। এসেছেন বর্তমানে মন্ত্রী সুভাষ সরকারও। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেও ছিলেন তিনি। কিন্তু দলের টিকিটে জেতা শান্তনু  নিশীথ ও জন এই তিন মন্ত্রী গড়হাজির থাকলেন সুনীল বনসলের প্রথম বঙ্গ সফরেই।
advertisement
যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই একাধিক নেতা প্রশ্ন তোলায় রীতিমতো অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, যাঁরা আসতে পারেননি তাঁরা প্রত্যেকেই আমাকে বিশেষ কাজের কথা জানিয়ে ফোন করেছেন। তাই বঙ্গ বিজেপির ঐক্যের ছবি উধাও, একথা ঠিক নয়'। সুনীল বনসলের পর বি এল সন্তোষের  পাঠশালাতেও বঙ্গ বিজেপির অনেকেই গরহাজির থাকায় কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষের প্রশ্নের মুখে পড়েন গেরুয়া শিবিরের বঙ্গ নেতারা। শৃঙ্খলা ও ঘরোয়া কোন্দল প্রশ্নে দিলেন কড়া বার্তাও। খবর বিজেপি সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বঙ্গ বিজেপিকে কড়া বার্তা সন্তোষের! অনুপস্থিত কেন এত নেতা, গেরুয়া শিবিরে প্রবল গুঞ্জন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement