২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক টেট নিয়ে বড় সিদ্ধান্ত, মিলতে শুরু করল আন্দোলনের ফল
- Published by:Suman Biswas
Last Updated:
Primary Tet: প্রাথমিক শিক্ষা পর্ষদ দুদিন আগে যে গ্রিভেন্স সেল তৈরি করেছে সেই গ্রিভেন্স সেলে এই অভিযোগ জানানোর ব্যাবস্থা করা হয়েছে।
#কলকাতা: বড় সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার টেট নিয়ে ও অভিযোগ জানানো যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের গ্রিভেন্স সেলে। প্রাথমিকের টেটে অনিয়ম হয়েছে এমনটাই বারবার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, চাকরি প্রার্থীরা এই অভিযোগকে কেন্দ্র করে বারবার আন্দোলন করেছেন।
আর তাই অবশেষে পর্ষদের তরফে এই নজির বিহীন সিদ্ধান্ত নেওয়া হল। প্রাথমিক শিক্ষা পর্ষদ দুদিন আগে যে গ্রিভেন্স সেল তৈরি করেছে সেই গ্রিভেন্স সেলে এই অভিযোগ জানানোর ব্যাবস্থা করা হয়েছে। তবে শুধু টেট নয়,আরো ১০ দফা অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে এই সেলে।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর ,d.el.ed, ২০১৪ এর টেট,২০১৭ এর টেট,প্রাথমিকের নিয়োগ,শিক্ষক দের বদলি,বিভিন্ন সিলেবাস ও curiculam,প্রাইমারি স্কুল,প্রাথমিক স্কুল গুলো কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের একাডেমিক ইস্যু,বিভিন্ন প্রশাসনিক ইস্যু ও অন্যান্য যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে এই গ্রিভেন্স সেলে। দায়িত্ব নেওয়ার দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীদের অভিযোগ জানানোর জন্য গৃভেন্স সেল চালু করা হবে।পর্ষদ সূত্রে খবর এখনো পর্যন্ত যা অভিযোগ জমা পড়েছে তার মধ্যেই বেশিরভাগ অভিযোগ টেট ও নিয়োগ নিয়ে অভিযোগ।তবে গ্রিভেন্স সেল চালু হওয়ার পর অভিযোগ যে ভাবে আসছে তাকে ইতিবাচক হিসাবেই দেখছেন পর্ষদের আধিকারিকরা।
advertisement
তবে শুধু অভিযোগ নেওয়াই নয়,অভিযোগ গুলো যাতে সমাধান করা যায় সেই বিষয়েও তৎপরতা শুরু করেছে পর্ষদ।তবে নিয়োগ নিয়ে অভিযোগ এলেও তা যে এখন ই সমাধান করা সম্ভব নয় তা মেনে নিচ্ছেন পর্ষদের আধিকারিক রা। ইতিমধ্যে গোটা বিষয়কে নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে। যাতে অভিযোগ আসার পর পর দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। তবে সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে কিভাবে আরো সরলীকরণ করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা।
Location :
First Published :
September 01, 2022 11:42 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক টেট নিয়ে বড় সিদ্ধান্ত, মিলতে শুরু করল আন্দোলনের ফল