অভিষেককে ইডির তলব, শুনে যা প্রতিক্রিয়া দিলেন অনুব্রত! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুহূর্তেই

Last Updated:

Anubrata Mondal: জেলে থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে ছক কষতে শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল৷ এ দিন আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসার সময়ই পঞ্চায়েত ভোট নিয়ে কাজ করার বার্তা দিয়ে রাখলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷

#কলকাতা: তিনি এখন জেল হেফাজতে, কিন্তু পুরনো একটি মামলায় বৃহস্পতিবার আসানসোল জেল থেকে কলকাতায় আনা হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বিধান নগরের এমএলএ-এমপি আদালতে ঢোকার মুখে এদিন অনুব্রতকে প্রশ্ন করা হয়, ''অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কী বলবেন?'' প্রশ্ন শুনেই রুষ্ট হন অনুব্রত। সটান তাঁর জবাব, ''নাচব? নাচব নাকি ডেকেছে বলে?'' এরপরই আদালতে ঢুকে যান কেষ্ট।
তবে, জেলে থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে ছক কষতে শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল৷ এ দিন আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসার সময়ই পঞ্চায়েত ভোট নিয়ে কাজ করার বার্তা দিয়ে রাখলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ আসানসোল জেল থেকে বেরনোর সময় অনুব্রত বলেন, 'পঞ্চায়েত ভোট ব্যাপক হবে৷ কর্মীদের বলব তৃণমূলের হয়ে কাজ করতে৷'
advertisement
advertisement
এ দিন বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে তাঁকে পুরনো একটি মামলায় হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। সেই কারণেই সকাল সাতটার আগেই অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করা হয়। যদিও তাঁর শরীর যে খারাপ তা ফের জানিয়েছেন অনুব্রত৷ একই সঙ্গে জেলে যে তাঁর মন ভাল নেই, তাও ধরা পড়েছে কেষ্টর কথায়৷ অনুব্রত প্রথমে বলেন, 'ভাল আছি৷' তার পরেই নিউজ এইট্টিন বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়, 'শরীর ভাল আছে?' অনুব্রতর সংক্ষিপ্ত জবাব, 'তাই থাকে?'
advertisement
এর পর অনুব্রত মণ্ডলকে বলা হয়, কর্মীদের উদ্দেশে কী বলবেন? অনুব্রত বলেন, 'কর্মীদের বলব তাঁদের কাজ তারা করুক।'' অর্থাৎ তিনি যেন বোঝাতে চাইলেন, তাঁকে নিয়ে বিশেষ ভাবিত হওয়ার কিছু নেই। কর্মীরা তাঁদের দলীয় কাজ চালিয়ে যাক। 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন?' এই প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল।
advertisement
---অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেককে ইডির তলব, শুনে যা প্রতিক্রিয়া দিলেন অনুব্রত! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুহূর্তেই
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement