আরও পড়ুন: Viral Video: জল আছে! শালুক, পদ্মও ফুটেছে! পুকুর কিন্তু পুকুর নয়! বিষয়টা কী? ভাইরাল ভিডিও
সিউড়ি শহর লাগোয়া কড়িধ্যা গ্রামে রয়েছে এই স্কুল। আর পাঁচটা স্কুলের তুলনায় এই স্কুল একটু পৃথক। কারণ স্কুলে ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের সব্জির বাগান বানানো হয়েছে। স্কুলের একটি অব্যবহৃত রুমে হয়ে থাকে মাশরুম চাষ। এছাড়া স্কুল চত্ত্বরেই করা হয়েছে ভেষজ বাগান। পড়ুয়াদের ভেষজ উদ্ভিদ সম্পর্কে ওয়াকিবহাল করাতে প্রত্যেক গাছের উপর বোর্ড সংশ্লিষ্ট গাছের বৈজ্ঞানিক নাম ও স্থানীয় নাম লেখা হয়েছে।
advertisement
স্কুলের শিক্ষকরা জানান, ওই বাগানে গাছ লাগানো থেকে শুরু করে গাছের পরিচর্যা শিক্ষকদের সহযোগিতায় মূলত পড়ুয়ারাই করে থাকেন। এই নিয়ে স্কুলের শিক্ষক পার্থসারথি ঘোষ বলেন, “আমাদের আগের প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে এই গাছগুলি লাগানো হয়। উদ্দেশ্য ছিল পড়ুয়াদের ভেষজ উদ্ভিদ চেনানো এবং তার গুণাবলি জানানো। এখন সেই বাগানে প্রায় ১৫০ অধিক ভেষজ উদ্ভিদ রয়েছে।”
Subhadip Pal