বোলপুর পুর এলাকায় প্রায় দেড় লক্ষের বেশি মানুষ বসবাস করেন। ময়লা আবর্জনা এইভাবে রাস্তার উপর পড়ে থাকায় সেখানে মশা ডিম পাড়ছে, মাছির উপদ্রব বাড়ছে। যার কারণে সর্বশেষ স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। কোনও কোনও জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা জমে থাকায় পচা গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় বোলপুর পুরসভার সাফাই কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় বোলপুর পুরসভা কর্তৃপক্ষ উদাসীন বলে শহরবাসীর অভিযোগ।
advertisement
আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি পালিত হল জেলায়
এই অভিযোগ প্রসঙ্গে বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ বলেন, "এই নিয়ে অভিযোগ পেয়েছি। আমাদের পুরসভার তরফে সাফাই কর্মীরা সকালে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলে। তবে অন্য সময় কেউ রাস্তার উপর ময়লা ফেলছে কিনা তা দেখা সব সময় সম্ভব হয় না। তাই যেখানে যেখানে ময়লা আবর্জনা জমে রয়েছে সেইগুলি দ্রুত পরিস্কার করার ব্যবস্থা করছি।”
সৌতিক চক্রবর্তী