TRENDING:

কবিগুরুর শান্তিকেতনের খুব কাছেই এই গ্রাম, এই প্রথম চারটি মেয়ে পাস করল বোর্ডের পরীক্ষায়

Last Updated:

Birbhum News: শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে গ্রাম, এই প্রথম মাধ্যমিকে উত্তীর্ণ ৪ ছাত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ছাত্রীদের মধ্যে কেউ মাধ্যমিক উত্তীর্ণ হয়নি কখনও। ছেলেদের মধ্যে এখনও পর্যন্ত গ্রাম থেকে মাত্র একজন মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। এই প্রথম একটি গ্রাম থেকে মাধ্যমিকে উত্তীর্ণ ৪ ছাত্রী৷ আদিবাসী অধ্যূষিত প্রত্যন্ত গ্রাম শান্তিনিকেতনের সাহেবডাঙ্গা। বিংশ শতাব্দীতে এসে নারী শিক্ষার অগ্রগতির নজিরে গড়ে চার ছাত্রীর উত্তীর্ণে খুশি গ্রামবাসীরা৷
advertisement

শান্তিনিকেতন থানার অন্তর্গত কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত একটি গ্রাম। উন্নয়নের আলো সেভাবে পৌঁছায়নি এই গ্রামে।

আরও পড়ুন-  সস্তা, সস্তা, মেগা সস্তা! এই গাড়ি একবার কিনে ফেললে পকেটে পড়বে না একটুও চাপ

পাশাপাশি শিক্ষার আলো থেকেও এতকাল বঞ্চিত ছিল গ্রাম৷ তবে এই প্রথম এই গ্রাম থেকে ৪ জন মেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হল। বোলপুর পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম বালিকা বিদ্যাপীঠের ছাত্রী বাসন্তি টুডু, লতিকা মুর্মু, মিরু হাঁসদা ও গুসকড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের ছাত্রী সুমিত্রা টুডু এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর আগে এই গ্রাম থেকে কোন মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেইনি, উত্তীর্ণ হওয়া তো দূরের কথা৷

advertisement

View More

আরও পড়ুন-  দরমার জানলা, মাটির দেওয়াল কি প্রতিভাকে আটকায়, না! বাবাকেও হারিয়েও সেরা সোমা

নারী শিক্ষার অগ্রগতি নিয়ে আন্দোলন চলছে বহু দিন ধরেই৷ সেই আন্দোলনের নজির বলা যায় ৪ আদিবাসী কন্যার সাফল্যকে৷ বাবা-মায়ের সঙ্গে মাঠে ধান পোতা, ধান কাটার কাজ করে তারা৷ তার ফাঁকেই পড়াশোনা। তারা জানায়, এর আগে কোন মেয়ে সেভাবে পড়াশোনা করতে পারেনি৷ কারন পরিকাঠামো নেই, বেহাল যোগাযোগ ব্যবস্থা, নেই পড়াশোনার পরিবেশ। সদ্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই গ্রামটিকে দত্তক নিয়েছে৷ তাদের তত্ত্বাবধানেই পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা৷

advertisement

সুমিতা টুডু, বাসন্তি টুডু, মেরু হাঁসদা বলে, এই গ্রামে আগে কোন মেয়ে মাধ্যমিক পাশ করেনি৷ কারন কোন রকম সুযোগ সুবিধা ছিল না৷ টিউশন পড়তে পারতাম না। আমাদের গ্রামের অবস্থাও ভালো নয়৷ সবাই মাঠে কাজ করে৷ আমরাও ধান পোতার কাজ করি৷ আমরা পাশ করায় গ্রামের সবাই খুব খুশি। আগামীতে গ্রামের বাকি মেয়েদের বলব তারাও যেন পড়াশোনা করে আরও ভালো ফল করে।\”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
কবিগুরুর শান্তিকেতনের খুব কাছেই এই গ্রাম, এই প্রথম চারটি মেয়ে পাস করল বোর্ডের পরীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল