বীরভূমের সিউড়ির পার্শ্ববর্তী গ্রাম্য এলাকায় প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়েছে। তবে সেই ধান এখনো পরিপক্ক হয়নি। কিন্তু হাওয়া অফিসের এবং রাজ্য সরকারের সতর্কবার্তা অনুসারে, চাষিরা আধ পাকা ধান মাঠ থেকে ঘরে তুলছেন। যে সকল চাষিদের যন্ত্রপাতি রয়েছে, তারা তা দিয়েই মাঠ থেকে ফসল তুলে নিচ্ছেন। আবার যাদের তা নেই, তারা মুনিশ দিয়ে এবং নিজেরাই সেই পরিপক্ক না হওয়া ধান তুলে নিতে শুরু করেছেন।
advertisement
চাষিরা এইভাবে ধান তুলে নেওয়ার কারণ হিসাবে আসন্ন নিম্নচাপকেই দায়ী করেছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, গত মরশুমে একের পর এক নিম্নচাপের কারণে তাদের প্রচুর ফসল নষ্ট হয় এবং বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাঁরা। এবার যেন সেই আর্থিক ক্ষতি না হয়, তার জন্যই তড়িঘড়ি এইভাবে আগাম মাঠ থেকে ধান তুলে নিচ্ছেন। মাঠ থেকে আধ পাকা ধান তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই ধানের খুব একটা দাম পাবেন না বলেও আশঙ্কা করছেন চাষিরা।
Madhab Das