বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত। দুই বন্ধুর এমন বিবাদের ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার অন্তর্গত ঝলকা গ্রামে। ঘটনার পর বৃহস্পতিবার আহত সুকান্ত ধীবরের পরিবারের সদস্যরা ময়ূরেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত ও তার পরিবারের বাকিদের খোঁজ চালাচ্ছে। যদিও তাকে এখনও পর্যন্ত পাকড়াও করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দক্ষ দর্জির
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়া পলাতক। তবে এমন ঘটনা কি কারণে ঘটল তা এখনও স্পষ্ট নয়। আহত পড়ুয়ার সম্পর্কে দাদা তুফান দোলুই জানিয়েছেন, পুরাতন কোনও শত্রুতা ছিল এমনটা নয়। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব থেকেই গতকাল পিকনিকের আয়োজন করে তারা। পিকনিক করার সময় এমন ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পেই মিলছে জাতি শংসাপত্র! উপকৃত অনেকেই!
এই পিকনিকের আয়োজন করা হয়েছিল মাধ্যমিকে পাশ করার পরিপ্রেক্ষিতেই। বর্তমানে আহত ওই পড়ুয়ার অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। অন্যদিকে ময়ূরেশ্বর থানার পুলিশ আহত পড়ুয়ার পরিবারের সদস্যদের থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।
Madhab Das