বিজয়া দশমীতে সিঁদুর খেলাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। এই দিনটি যেমন উমার বিদায় বেলা ঠিক তেমনি আবার গৃহবধূদের সিঁদুর খেলা। বিভিন্ন দুর্গা পুজো মণ্ডপের পাশাপাশি একইভাবে এই সিঁদুর খেলা দেখা যায় বীরভূমের বিভিন্ন পূজা মণ্ডপে। একইভাবে সেই ছবি ধরা পড়ে সিউড়ি আনন্দপুর সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে।
এই সিঁদুর খেলার আগে বিবাহিত মহিলারা প্রথমে মা দুর্গার উদ্দেশে সিঁদুর অর্পণ করেন। মহিলারা পান, মিষ্টি, সিঁদুর নিয়ে দেবীকে নিবেদন করেন। কথিত আছে, উমা যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন তাকে সাজাতে হয়। এই সিঁদুর খেলা শতাব্দী প্রাচীন এবং এর পাশাপাশি ধুনুচি নাচও দেখা যায়।
advertisement
আরও পড়ুন: দর্শনার্থীদের ভিড় সামাল দিতে 'পরীদের দেশে' আরও দু'দিন থাকবে ঠাকুর!
সিঁদুর খেলা এবং ধুনুচি নাচ নিয়ে শেষ মুহূর্তে গৃহবধূরা জানান, "দীর্ঘ দু'বছর করোনাকালে বিজয়া দশমীর দিন সেই ভাবে আনন্দ করা যায়নি। এই বছর আমরা সেই আনন্দ দ্বিগুণ করেছি। আজকের পর আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে ঠিকই তবে শেষ মুহূর্তকে কোনভাবেই উপভোগ করা থেকে ছেড়ে দিতে পারছি না। মা দুর্গার কাছে একটি চাওয়া, যেন প্রতিবছর আমরা এইভাবে বিজয়া দশমীতে আনন্দ করতে পারি।"
Madhab Das