সম্প্রতি করোনা সংক্রমণ কিছুটা শিথিল হওয়ায় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মেলা এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে অভিভাবকরা প্রশ্ন তুলছেন, 'তাহলে কেন স্কুল খুলবে না?' বৃহস্পতিবার এই নিয়েই জেলাজুড়ে বিক্ষোভে সামিল হন, 'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'( All India Save Education Committee)।
advertisement
এদিন এই কমিটির সদস্যরা বীরভূমের সিউড়ি শহরের জেলাশাসক দফতরের সামনে প্রায় দু'ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন এবং তারপর জেলাশাসক দফতরে একটি ডেপুটেশন জমা দেন(Birbhum News)। একইভাবে রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে এই কমিটির সদস্যরা ধরনা মঞ্চ গড়ে তোলেন এবং বিক্ষোভে সামিল হন। প্রত্যেকের দাবি একটাই, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।
বীরভূম জেলা সেভ এডুকেশন কমিটির কনভেনার বংশীধর দাস জানান, "ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে স্কুল কলেজ থেকে বঞ্চিত। সহপাঠীদের সঙ্গে দেখা করতে না পেরে তাদের মন খারাপ। তারা দিন দিন মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। এই পরিস্থিতি আমরা অভিভাবকরা সহ্য করতে পারছি না। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার।" (Birbhum News)
এর পাশাপাশি তিনি আরও জানান, "কোনো অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে না। যে নিয়ম মেনে সরকারি অফিস, কোর্ট-কাছারি চলছে, সেই নিয়ম মেনেই খুলে দিতে হবে স্কুল এবং কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বিয়ে বাড়ি, শপিং মল যে নিয়ম মেনে খুলে দেওয়া হচ্ছে, সেই নিয়ম মেনেই স্কুল খুলে দেওয়া হোক। আমরা ছেলেমেয়েদের গৃহবন্দী করে রেখে মর্মাহত।"
Madhab Das