TRENDING:

Birbhum News : উদ্ধার দেড় কুইন্টাল বারুদ, চাঞ্চল্যকর ঘটনা বীরভূমে

Last Updated:

এবার উদ্ধার হল দেড় কুইন্টালের বেশি বারুদ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া এই বারুদের পরিমাণ প্রায় ১৬০ কেজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বীরভূমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানা ধরনের আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের ঘটনা লক্ষ্য করা যায়। তবে এবার উদ্ধার হল দেড় কুইন্টালের বেশি বারুদ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া এই বারুদের পরিমাণ প্রায় ১৬০ কেজি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।
দেড় কুইন্টাল বারুদ উদ্ধার
দেড় কুইন্টাল বারুদ উদ্ধার
advertisement

বিপুল পরিমাণ এই বারুদ উদ্ধারের ঘটনা ঘটেছে নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা এই বিপুল পরিমাণ বারুদ মজুত রাখার খবর পারেন এবং সেই খবরের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান চালান। সেই অভিযানের পরিপ্রেক্ষিতেই এলাকার একটি বাড়ি থেকে এমন বিপুল পরিমাণ বারুদ উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ বারুদ মজুত রাখার অপরাধে পুলিশের তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে মঙ্গলবার আদালতে তোলা হয়। ধৃত ওই ব্যক্তির নাম গণেশ ঘোষ।

advertisement

আরও পড়ুন Birbhum News: চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা! বাড়ছে আতঙ্ক, কী ব্যবস্থা নিচ্ছে রেল?

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গণেশ ঘোষের একটি বাজি তৈরীর কারখানা রয়েছে। একসময় ওই বাজি কারখানার লাইসেন্স ছিল। তবে ২০১৮ সালের পর থেকে আর তিনি বাজি তৈরির জন্য লাইসেন্সের অনুমোদন পাননি। মূলত এলাকায় একটি খুনের ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়া এবং সেই অভিযোগে তিনি জেল খেটেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে তার লাইসেন্স পুনর নবীকরণের অনুমোদন দেওয়া হয়নি।

advertisement

আরও পড়ুনঃ জাতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় চমক ৯ বছরের আনন্দীর

এরপর যখন সামনে দীপাবলি রয়েছে সেই সময় তিনি লাইসেন্স না থাকা অবস্থাতেই দেড় কুইন্টাল বারুদ মজুদ করেছিলেন বাজি তৈরীর জন্য। সেই খবর পুলিশের কাছে যায় এবং পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন এবং সেখানে থাকা বিপুল পরিমাণ বারুদ বাজেয়াপ্ত করেন। প্রাথমিকভাবে বাজি তৈরির জন্যই এই বিপুল পরিমাণ বারুদ মজুত রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে অন্য কোন কারণ রয়েছে কিনা।

advertisement

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : উদ্ধার দেড় কুইন্টাল বারুদ, চাঞ্চল্যকর ঘটনা বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল