TRENDING:

Bhuban Badyakar: বীরভূমে কাঁচা বাদাম খ্যাত ভুবনের বাড়িতে ইউটিউবার নিসু তিওয়ারি, দিল্লি থেকে হাজির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

Last Updated:
Bhuban Badyakar: বীরভূমে কাঁচা বাদাম খ্যাত ভুবনের বাড়িতে ইউটিউবার নিসু তিওয়ারি, সুদূর দিল্লি থেকে ভাইরাল তারকাদের খোঁজে হাজির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। 
advertisement
1/5
বীরভূমে কাঁচা বাদাম খ্যাত ভুবনের বাড়িতে ইউটিউবার নিসু,দিল্লি থেকে হাজির কনটেন্ট ক্রিয়েটর
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের কুড়ালজুরি গ্রামে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের বাড়িতে হাজির হলেন লক্ষাধিক অনুরাগীর প্রিয় ইউটিউবার নিসু তিওয়ারি। সাহসী প্র্যাঙ্ক থেকে সমাজমুখী নানা ভিডিওর জন্য তরুণ প্রজন্মের কাছে ইতিমধ্যেই আইকন এই কনটেন্ট ক্রিয়েটর।
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমের লোকপুর থানার বারাবন গ্রামের বাসিন্দা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সঞ্জু খান-এর মাধ্যমে ভুবন বাদ্যকরের সঙ্গে যোগাযোগ করেন নিসু। সঞ্জু জানান, "হঠাৎ একদিন ইনস্টাগ্রামে নিসু মেসেজ করেন যে তিনি ভুবনদার সঙ্গে দেখা করতে চান। যেহেতু আমার ভুবনের সঙ্গে একাধিক ভিডিও রয়েছে, সেই সুবাদে আমি তাদের নিয়ে যাই।"ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
3/5
কিন্তু কেন এই সফর? নিসুর ইউটিউব চ্যানেলে (যেখানে মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে) প্রকাশিত সাম্প্রতিক ভিডিওয় মিলল উত্তর। "Found the Lost Viral Sensations of India" শিরোনামে শুরু করেছেন এক বিশেষ সার্ভে-দেশের হারিয়ে যাওয়া ভাইরাল তারকাদের বর্তমান অবস্থা জানতে। এই ধারাবাহিকের অংশ হিসেবেই তিনি ভুবন বাদ্যকরের খোঁজে এসেছেন।ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
4/5
ভিডিওতে দেখা যাচ্ছে, ভাইরাল কাঁচা বাদাম গান ভুবনের জীবন বদলে দিয়েছে। একসময়ের কাঁচা বাড়ি বদলে এখন পাকা বাড়ি, বিভিন্ন রিয়েলিটি শো ও অনুষ্ঠানে অংশ নিয়ে উপার্জন করছেন তিনি। তবে ভুবনের আক্ষেপও রয়েছে। তাঁর অভিযোগ, কাঁচা বাদাম ভাইরাল হওয়ার পর এক ব্যক্তি রিমিক্স গান করে বিপুল ভিউ পেয়েছেন এবং কপিরাইট সংক্রান্ত কাগজপত্র ভুবনের অজান্তেই স্বাক্ষর করিয়ে নিয়েছেন। ফলে আদালত পর্যন্ত লড়াই করতে হচ্ছে তাকে।ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
5/5
নিসু তিওয়ারির সঙ্গে খোলামেলা আড্ডায় ভুবন এসব অভিজ্ঞতার কথাই তুলে ধরেন। দিল্লি থেকে শুরু করে কলকাতা হয়ে বীরভূমে নিসুর এই সফর নিঃসন্দেহে প্রমাণ করে, এক ভাইরাল গান কীভাবে একজন সাধারণ মানুষকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে, আর ইউটিউবার নিসু তিওয়ারি সেই কাহিনির সাক্ষী হয়ে রইলেন।ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bhuban Badyakar: বীরভূমে কাঁচা বাদাম খ্যাত ভুবনের বাড়িতে ইউটিউবার নিসু তিওয়ারি, দিল্লি থেকে হাজির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল