পুজোর সময় বিশেষ পরিষেবা! উৎসবে আর চিন্তা নেই, এক ফোনেই মিলবে চিকিৎসা! কোথায় পাবেন এই সুবিধা

Last Updated:
Durga Puja 2025 : উৎসবের মরশুমে অসুস্থ হলেও চিন্তা নেই। এক ফোনেই পাবেন চিকিৎসা। দুবরাজপুরে ব্লক স্বাস্থ্য আধিকারিক যা উদ্যোগ নিয়েছেন, শুনলে বাহবা দেবেন।
1/5
দুর্গাপুজোর সময় চিকিৎসকদের বড় অংশ ছুটিতে থাকেন। ফলে উৎসবের মরশুমে অসুস্থ হলে কোথায় চিকিৎসা করাবেন তা নিয়ে বহু মানুষ উদ্বেগে থাকেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
দুর্গাপুজোর সময় চিকিৎসকদের বড় অংশ ছুটিতে থাকেন। ফলে উৎসবের মরশুমে অসুস্থ হলে কোথায় চিকিৎসা করাবেন তা নিয়ে বহু মানুষ উদ্বেগে থাকেন।
(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
এই চিন্তা দূর করতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসার (BMOH) ডা. সালমান মণ্ডল। ব্যক্তিগত উদ্যোগে তিনি বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন, যাতে রোগীদের এক টাকাও খরচ করতে হবে না। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এই চিন্তা দূর করতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসার (BMOH) ডা. সালমান মণ্ডল। ব্যক্তিগত উদ্যোগে তিনি বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন, যাতে রোগীদের এক টাকাও খরচ করতে হবে না।
advertisement
3/5
ডা. মণ্ডল জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ অষ্টমী, নবমী ও দশমীর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি পরামর্শ নিতে পারবেন। এর জন্য তিনি নিজের ব্যক্তিগত নম্বর ৯৪৭৫১৯০৭৮৯ উন্মুক্ত রেখেছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ডা. মণ্ডল জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ অষ্টমী, নবমী ও দশমীর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি পরামর্শ নিতে পারবেন। এর জন্য তিনি নিজের ব্যক্তিগত নম্বর ৯৪৭৫১৯০৭৮৯ উন্মুক্ত রেখেছেন।
advertisement
4/5
ডা. মণ্ডল জানান, “প্রতি বছরের মতো এবারও আমি ব্যক্তিগত উদ্যোগে এই পরিষেবা চালু রেখেছি। গত বছর এই তিন দিনে ১৫০-রও বেশি মানুষ এই পরিষেবার সুবিধা নিয়েছিলেন এবং উপকৃত হয়েছিলেন।” ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ডা. মণ্ডল জানান, “প্রতি বছরের মতো এবারও আমি ব্যক্তিগত উদ্যোগে এই পরিষেবা চালু রেখেছি। গত বছর এই তিন দিনে ১৫০-রও বেশি মানুষ এই পরিষেবার সুবিধা নিয়েছিলেন এবং উপকৃত হয়েছিলেন।”
advertisement
5/5
পুজোর সময় আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে জ্বর-ঠান্ডার সমস্যা বাড়তে পারে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি এই টেলিমেডিসিন উদ্যোগ মানুষকে বড় স্বস্তি দেবে। ডা. মণ্ডলের আশা, “সবাই যেন সুস্থভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন। আমাদের এই উদ্যোগ মানুষের কাজে লাগলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।” ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
পুজোর সময় আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে জ্বর-ঠান্ডার সমস্যা বাড়তে পারে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি এই টেলিমেডিসিন উদ্যোগ মানুষকে বড় স্বস্তি দেবে। ডা. মণ্ডলের আশা, “সবাই যেন সুস্থভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন। আমাদের এই উদ্যোগ মানুষের কাজে লাগলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।”
advertisement
advertisement
advertisement