কী কাণ্ড! দুবরাজপুরে তেলের বন্যা! বালতি, ঘড়া, ড্রাম হাতে ছুটছে দলে দলে, বাঁধল হুড়োহুড়ি, সামাল দিতে পুলিশ-দমকল

Last Updated:
Oil Container Burst: দুবরাজপুরে নজিরবিহীন তেলের বন্যা। পাঁচ কন্টেনার ফেটে গিয়ে রাস্তায় বইছে অপরিশোধিত পাম তেলের স্রোত। বালতি, ঘড়া, ড্রাম হাতে তেল তুলতে ছুটল আসলেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও দমকল বাহিনী।
1/5
বীরভূমের দুবরাজপুরে দুর্গাপুজোর আবহে রীতিমতো অদ্ভুত এক কাণ্ডের সাক্ষী রইল হেতমপুর এলাকা। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত হেতমপুর বিট অফিসের পাশে থাকা একটি হোটেলের সামনে তেলের বন্যা দেখা যায়। খবর পেয়ে ভিড় জমায় এলাকার শতাধিক বাসিন্দা। কেউ ঘড়া, কেউ বালতি, কেউ আবার বড় বড় প্লাস্টিকের জার নিয়ে হাজির হন। তেল কুড়াতে শুরু করেন তাঁরা।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বীরভূমের দুবরাজপুরে দুর্গাপুজোর আবহে রীতিমতো অদ্ভুত এক কাণ্ডের সাক্ষী রইল হেতমপুর এলাকা। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত হেতমপুর বিট অফিসের পাশে থাকা একটি হোটেলের সামনে তেলের বন্যা দেখা যায়। খবর পেয়ে ভিড় জমায় এলাকার শতাধিক বাসিন্দা। কেউ ঘড়া, কেউ বালতি, কেউ আবার বড় বড় প্লাস্টিকের জার নিয়ে হাজির হন। তেল কুড়াতে শুরু করেন তাঁরা।
(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা যায়, সুরেন্দ্র নামে এক হোটেলের সামনে পাঁচটি কন্টেনার দাঁড়িয়ে ছিল। কোন অজ্ঞাত কারণে কন্টেনারের ভেতরের ব্লাডার ফেটে যায়। তার থেকেই অনবরত বের হতে থাকে তরল জাতীয় পদার্থ। তেলের স্রোত রাস্তাঘাট, এমনকি আশপাশের মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরেন্দ্র নামে এক হোটেলের সামনে পাঁচটি কন্টেনার দাঁড়িয়ে ছিল। কোন অজ্ঞাত কারণে কন্টেনারের ভেতরের ব্লাডার ফেটে যায়। তার থেকেই অনবরত বের হতে থাকে তরল জাতীয় পদার্থ। তেলের স্রোত রাস্তাঘাট, এমনকি আশপাশের মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
advertisement
3/5
প্রথমে ওই তরল কী তা নিয়ে সংশয় থাকলেও পরে জানা যায়, তা অপরিশোধিত পাম তেল। তেলের পরিমাণ এত বেশি ছিল যে কয়েক ঘণ্টার মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দলে দলে তা সংগ্রহে নামেন।
প্রথমে ওই তরল কী তা নিয়ে সংশয় থাকলেও পরে জানা যায়, তা অপরিশোধিত পাম তেল। তেলের পরিমাণ এত বেশি ছিল যে কয়েক ঘণ্টার মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দলে দলে তা সংগ্রহে নামেন।
advertisement
4/5
হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হারেসতুল্লাহ ঘটনাস্থলেই জানান, “আমরা প্রথমে ভেবেছিলাম গিয়ার অয়েল বা ব্রেক অয়েলের মতো কিছু একটা হবে। তাই সবাইকে বারবার অনুরোধ করেছি তেল কুড়াতে না যেতে। কী তেল, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা নিশ্চিত না হয়ে নেওয়া ঠিক নয়।” ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হারেসতুল্লাহ ঘটনাস্থলেই জানান, 'আমরা প্রথমে ভেবেছিলাম গিয়ার অয়েল বা ব্রেক অয়েলের মতো কিছু একটা হবে। তাই সবাইকে বারবার অনুরোধ করেছি তেল কুড়াতে না যেতে। কী তেল, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা নিশ্চিত না হয়ে নেওয়া ঠিক নয়'।
advertisement
5/5
অবস্থা সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং দমকল বাহিনীর একটি ইঞ্জিন। স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা বারবার সতর্ক করলেও মানুষের ভিড় সামাল দিতে বেগ পেতে হয়। পুলিশ ও দমকলের পক্ষ থেকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কন্টেনার সরানোর ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের তৎপরতায় রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
অবস্থা সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং দমকল বাহিনীর একটি ইঞ্জিন। স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা বারবার সতর্ক করলেও মানুষের ভিড় সামাল দিতে বেগ পেতে হয়। পুলিশ ও দমকলের পক্ষ থেকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কন্টেনার সরানোর ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের তৎপরতায় রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement