সিউড়িতে ভেসে উঠল বিশাল জাহাজ! ভাইরাল ‌এই পুজো মণ্ডপ

Last Updated:

সিউড়ির বুকেই ভাসছে লোহার বিশাল জাহাজ! ভাইরাল বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির দুর্দান্ত পুজো থিম ‘অপারেশন সিঁদুর’, দেশপ্রেমের আবেগে উচ্ছ্বাসিত জনতা

+
বিশাল

বিশাল জাহাজ

সুদীপ্ত গড়াই, সিউড়ি, বীরভূম: বীরভূমের সিউড়ি শহরে পা রাখলেই মনে হবে যেন সমুদ্র বন্দরে এসে পড়েছেন! কারণ, শহরের বুকে বিশালাকায় জাহাজ। আর সেই জাহাজকে ঘিরেই পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল ভাইরাল এই নজরকাড়া উদ্যোগ। কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এবার সিউড়ির মাটিতে নতুন রূপে হাজির।
উদ্যোক্তা ভাস্কর মণ্ডল জানালেন, “সিঁদুর মোছার প্রতিশোধ আনে দেশের লক্ষ বীর জওয়ান। সেই প্রতিশোধের কাহিনিই আমাদের নিবেদন অপারেশন সিঁদুর।”
পাকিস্তানের ঘাঁটি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে দেশের মায়ের সিঁদুর ফেরানোর লড়াই সবই ধরা পড়েছে এই মণ্ডপে। ভাস্করবাবুর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের গৌরবময় সেই মুহূর্তকেই কুর্নিশ জানানো হয়েছে এখানে।
advertisement
advertisement
আরও পড়ুন: মা দুর্গার পাখি রূপ! পরিবেশকে বাঁচানোর বার্তা দিতে এসেছেন স্বয়ং দশভূজা!
মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে লোহার কাঠামোয় গড়া আইএনএস বিক্রান্তের বিশাল রূপ। মাথার ওপর উড়ছে তেরঙ্গা, আছে উঁচু ওয়াচ টাওয়ার। যান্ত্রিক পদ্ধতিতে জাহাজের গতি যেন মেলায় বাস্তবের ছোঁয়া। সঙ্গে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের দাপুটে ব্যবস্থাপনা। ভিতরে পটচিত্রে ফুটে উঠেছে পেহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনা, সেনার সাহসিকতা, এবং দেশের মায়ের সিঁদুরের প্রতিশোধের চিত্র। প্রতিটি রঙ, প্রতিটি তুলির টান যেন দেশপ্রেমের আগুন জ্বেলে দেয়।
advertisement
আরও পড়ুন: রাজবাড়ির আদলে মণ্ডপ, নজর কাড়ছে প্রতিমা! বীরভূমের ‘এই’ বিগ বাজেট পুজোয় এবারেও চমক
উৎসুক মানুষ ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। সিউড়ি সহ গোটা বীরভূমের পুজোপ্রেমীরা দলে দলে ছুটে আসছেন এই অনন্য থিম দেখতে। এই দুর্গাপুজোয় সিউড়ির শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির ‘অপারেশন সিঁদুর’ নিঃসন্দেহে বীরভূমের পুজো মানচিত্রে যোগ করল এক অনন্য অধ্যায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়িতে ভেসে উঠল বিশাল জাহাজ! ভাইরাল ‌এই পুজো মণ্ডপ
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement