জীব সৃষ্টি তত্ব তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। সেই সঙ্গে মহামায়ার আদিশক্তির সম্পর্ক এবং প্রাণের যে তাত্ত্বিক ধারণা তা তুলে ধরা হয়েছে এখানে। এই পুজো নিয়ে প্রতিবছর সাধারণ মানুষজনের উৎসাহ উদ্দীপনা চরমে থাকে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে দেব চন্দন হালদার।
advertisement
যে হেতু এই পুজো পুরোনো পুজোগুলির মধ্যে অন্যতম সেজন্য এখান থেকে সামাজিক বার্তা দিলে ভাল ফলপ্রসূ হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাই তাঁরা এবছর সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরি করছেন। যা দেখে অন্য আর সকলে অনুপ্রাণিত হতে পারে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সকলে মিলে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরি করলে তাহলে পরিবেশ ভাল থাকবে। আগামীদিনে গোটা ডায়মন্ড হারবার জুড়ে এমনটা হোক এটাই চান উদ্যোক্তারা। এই পুজো দেখতে ভিড় উপচে পড়ছে ইতিমধ্যেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহালয়ার পর থেকেই মানুষজন আসছেন এখানে। ফলে লোকমুখে আরও ছড়িয়ে পড়ছে এই পুজোর কথা। এই পুজো নিয়ে স্থানীয় মানুষজন খুবই খুশি। খুশি বাইরে থাকা আসা দর্শনার্থীরাও। ডায়মন্ড হারবারের পুরোনো পুজো হওয়ায় এই পুজো বাড়তি গুরুত্ব পায় সব বছর। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ফলে লোকজন প্রচুর পরিমাণে আসছেন এই মণ্ডপ দর্শন করতে।