বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও রাজ্যপালকে ই-মেইল মারফত অভিযোগ জানানো হয়েছে। এদিকে রাজভবন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বিশ্বভারতীর প্রধান হিসেবে রাজ্যপাল ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।
আরও পড়ুন: আচমকা হাত জোড় করে রাস্তায় বিশ্বভারতীর উপাচার্য! কী এমন হল?
advertisement
প্রসঙ্গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে। আর তাই নিয়ে খুশি এ প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষজন। কয়েকদিন আগেই এই বিষয়ে বিশ্বভারতী রবীন্দ্রভবন,উপাসনা গৃহ,গৌড় প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় শ্বেত পাথরের কিছু ফলক বসানো হয়েছে। ফলকে দেখা যাচ্ছে উপরের দিকে খোদাই করা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর নিচে রয়েঠে আচার্য তথা প্রধানমন্ত্রীর নাম ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। তবে ফলকে নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম।
আরও পড়ুন: রাস্তা চাই না, উপাচার্যের পাল্টা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতীর আশ্রমিকরা
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্যপালকে ই-মেইল মারফত অভিযোগ জানিয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বাররা। রাজভবন থেকেও এই বিষয়ে খতিয়ে দেখার জন্য পাল্টা ইমেইল করা হয়েছে।
সৌভিক রায়