তবে এই অভিযান চালানোর সময় এক ব্যবসায়ী দাবি করেন, তাকে নাকি পৌরসভার তরফ থেকেই অনুমতি দেওয়া হয়েছিল দোকান করার জন্য। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যে সকল ব্যবসায়ীদের দোকান এদিন তুলে দেওয়া হচ্ছিল তাদের মধ্যে একজন দাবি করেন, তার ছেলে পড়াশোনা করার পরেও কোন কাজকর্ম না পেয়ে এখানে ব্যবসা করার জন্য একটি খাবারের দোকান করেছেন।
advertisement
আরও পড়ুনঃ বাঁশজোড়ে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
সোনা দানা বিক্রি করে ধার দেনা করে তিনি এই দোকান করেছেন। তার এই দোকান করার জন্য তাকে নাকি পৌরসভার তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল এবং শুক্রবার হঠাৎ করে বলা হয় এই দোকান তুলে দেওয়ার জন্য। তবে ওই ব্যবসায়ীর দাবির পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান প্রণব কর জানিয়েছেন, পৌরসভা তরফ থেকে এই ধরনের কোন অনুমতি দেওয়া হতে পারে না। কারণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখার জন্য প্রতিনিয়ত পৌরসভা বিভিন্ন ধরনের পদক্ষেপ চালাচ্ছে।
আরও পড়ুনঃ "বোমার আঘাতে শিশুদের আহত হওয়ার ঘটনা একেবারেই অবাঞ্ছিত"
এই ধরনের উচ্ছেদ অভিযান শহরের বিভিন্ন জায়গায় চালানোর জন্য নিজস্ব টিম তৈরি করা হয়েছে। হয়তো ওই ব্যক্তি কোন ভুল করছেন। তিনি হয়তো বৈদ্যুতিক সংযোগ নেওয়ার জন্য পৌরসভার কাউন্সিলরের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন। সেটিকেই হয়তো তিনি মনে করছেন দোকান করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
Madhab Das