Birbhum News: বাঁশজোড়ে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোড় এলাকায় গত ৫ নভেম্বর গ্রামের দুই পক্ষের বিবাদের জেড়ে খুন হন ১৯ বছর বয়সী যুবক শেখ ফাইজুল। ঠিক রাতের অন্ধকার নামতেই তাকে কোপানো হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
#বীরভূম : সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোড় এলাকায় গত ৫ নভেম্বর গ্রামের দুই পক্ষের বিবাদের জেড়ে খুন হন ১৯ বছর বয়সী যুবক শেখ ফাইজুল। ঠিক রাতের অন্ধকার নামতেই তাকে কোপানো হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ তড়িঘড়ি তদন্তে নেমে তৎক্ষণাৎ বীরভূম জেলা পরিষদের প্রাক্তণ কর্মাধ্যক্ষ কাজল শা সহ ১৫ জনকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত এতদিন পুলিশের জালে আসেনি।
অবশেষে সেই মূল অভিযুক্তকে সিউড়ি থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হল। সিউড়ি থানার পুলিশের তরফ থেকে তদন্তে নেমে এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ জিয়ারুলকে গ্রেফতার করে শুক্রবার সিউড়ি জেলা আদালতে তোলা হয়। আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত শেখ জিয়ারুলের খোঁজ পুলিশ ঘটনার পর থেকেই চালাচ্ছিল। কিন্তু তাকে বাগে আনা সম্ভব হচ্ছিল না।
advertisement
আরও পড়ুনঃ "বোমার আঘাতে শিশুদের আহত হওয়ার ঘটনা একেবারেই অবাঞ্ছিত"
অবশেষে পুলিশ তাকে সিউড়ি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে। সিউড়ি জেলা আদালতে মূল অভিযুক্তকে পেশ করার পর তার সাত দিনের পুলিশি হেফাজত চায় সিউড়ি থানার পুলিশ। যদিও পুলিশের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জয়দেবের পুণ্যধামে মাছ বিক্রেতাদের নেই স্থায়ী জায়গা! অসুবিধায় সব মহল
সেদিনের সেই যুবক খুনের ঘটনার মূল কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে আইনজীবী জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ এবং সেই তদন্ত পুলিশের তরফ থেকে এখনো করা হচ্ছে। তবে দুটি গোষ্ঠীর মধ্যে রেষারেষি সেই বিষয়টি উঠে এসেছে। তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার সঠিক কারণ বলা সম্ভব নয়।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
November 19, 2022 1:39 PM IST