'আপনার থানা আপনার হোয়াটসঅ্যাপে', এই অভিনব প্রকল্পের মধ্য দিয়ে থানায় না গিয়েই নানান সমস্যা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে পুলিশকে৷ দেশের পাশাপাশি বীরভূমের মানুষেরাও ডিজিটাল মাধ্যম ব্যবহারে পিছিয়ে নেই বলে মনে করে প্রশাসন৷ অধিকাংশ মানুষের হাতে এখন পৌঁছে গিয়েছে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। এরই পরিপ্রেক্ষিতে এবার 'আপনার থানা আপনার পাড়ায়' প্রকল্পের পর, বীরভূম জেলা পুলিশের তরফ থেকে শুরু করা হল 'আপনার থানা আপনার হোয়াটসঅ্যাপে'। অর্থাৎ এই প্রকল্পের মধ্য দিয়ে যে কেউ নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পুলিশকে অভিযোগ অথবা কোন ইনফরমেশন জানাতে পারবেন।
advertisement
বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এই প্রকল্প ইতিমধ্যেই শুরু করা হয়েছে সদাইপুর থানায়। সদাইপুর থানার পক্ষ থেকে এই প্রকল্প চালু করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মধ্য দিয়ে সেই হোয়াটসঅ্যাপ নম্বর প্রচার করা হচ্ছে। সদাইপুর থানার সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৭০০১৮৮৫৮৩০। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বাসিন্দারা নিজেদের অভিযোগ এবং তথ্য জানাতে পারবেন। সদাইপুর থানা ছাড়াও এই প্রকল্প শুরু করা হয়েছে মহঃবাজার (মহম্মদ বাজার) থানায়।
'আপনার থানা আপনার হোয়াটসঅ্যাপে' প্রকল্প নিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, "কারও ব্যক্তিগত সমস্যা, অভিযোগ অথবা তথ্য থাকলে তা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে জানানো যাবে। অভিযোগ পেয়ে থানার অঞ্চল অফিসার ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন এবং তারপর আইনি অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আছে নেওয়া হবে। তবে কেউ যদি এফআইআর দায়ের করতে চান তাহলে তাকে থানায় আসতে হবে।" আগামী দিনে অন্যান্য থানাগুলিতেও এই প্রকল্প চালু করা হতে পারে৷
Madhab Das