শুধু আশ্বাস নয়, আমাদের প্রতিবেদনের পর দিন কয়েকের মধ্যেই দেখা যায় ওই এলাকায় জল সরবরাহের জন্য পঞ্চায়েতের নিযুক্ত কর্মীদের সার্ভে করতে। সেই সার্ভে করার পর গত সপ্তাহ থেকে এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আড্ডা গ্রাম থেকে শুরু হয়েছে পাইপ পোঁতার কাজ। রীতিমতো বড় বড় পাইপ ফেলা হয়েছে গ্রামে এবং মেশিন দিয়ে মাটি খুঁড়ে সেই সকল পাইপ পোঁতার কাজ চালানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সরকারি অফিসে সাপের আতঙ্ক! শিকেয় উঠেছে কাজকর্ম
স্থানীয় বাসিন্দারা এইভাবে পাইপ পোঁতার কাজ দেখতে পেয়ে রীতিমত খুশি। তারা জানিয়েছেন, বছরের পর বছর ধরে এখানে পরিশ্রুত পানীয় জলের সমস্যাই তারা ভুগছেন। এখন খবর সম্প্রচারিত হওয়ার পর তড়িঘড়ি পাইপ লাইন পোঁতার কাজ শুরু হয়েছে এবং এতে তারা খুশি। অন্যদিকে সিউড়ি এক নম্বর ব্লকের বিডিও শিবাশীষ সরকার জানিয়েছেন, খবর জানতে পেরেই আমরা তড়িঘড়ি পিএইচই দফতরের সঙ্গে যোগাযোগ করি যাতে করে চাঙ্গুরিয়া এবং কুতুরে এই সকল গ্রামের জলের সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা যায়।
আরও পড়ুনঃ পোলট্রি মুরগি বোঝাই গাড়িতে অবৈধ কয়লা, পাচারের কৌশল দেখে তাজ্জব পুলিশ!
জল জীবন মিশন বা জল স্বপ্ন প্রকল্পের মধ্য দিয়ে ওই এলাকায় বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়। আশা করা হচ্ছে আগামী দু-তিন মাসের মধ্যেই ওই গ্রামের প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন।
Madhab Das