Birbhum News: পোলট্রি মুরগি বোঝাই গাড়িতে অবৈধ কয়লা, পাচারের কৌশল দেখে তাজ্জব পুলিশ!

Last Updated:

পুষ্পা দ্য রাইজ সিনেমাটি যারা দেখেছেন তারা জানেন কীভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাল চন্দন কাঠ পাচার করার কৌশল দেখানো হয়েছে। তবে শুধু সিনেমায় নয়, বাস্তবেও এমন ঘটনা একাধিকবার ঘটতে দেখা গিয়েছে বীরভূমের মত জেলায়।

+
title=

#বীরভূম : পুষ্পা দ্য রাইজ সিনেমাটি যারা দেখেছেন তারা জানেন কীভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাল চন্দন কাঠ পাচার করার কৌশল দেখানো হয়েছে। তবে শুধু সিনেমায় নয়, বাস্তবেও এমন ঘটনা একাধিকবার ঘটতে দেখা গিয়েছে বীরভূমের মত জেলায়। বীরভূমে দক্ষিণী ওই সিনেমার ধাঁচে কখনো বিপুলসংখ্যক কাফ সিরাপ, কখনো আবার অবৈধ কয়লা পাচার করার মত ঘটনা ঘটতে দেখা গিয়েছে। পুলিশকে এই সকল বিভিন্ন পাচারের ঘটনায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে সফলতা পেতে দেখা যাচ্ছে।
আর পুলিশ যতই সফলতা পাচ্ছে পাচারকারীরাও ততই আলাদা আলাদা কৌশল খুঁজে বের করছে। এবার অবৈধ কয়লা পাচারের জন্য যে কৌশল দেখা গেল তাতে রীতিমত থ পুলিশও। রবিবার দুপুর বেলা দুবরাজপুর এবং খয়রাশোল থানার পুলিশ অভিনব কৌশল অবলম্বন করে কয়লা পাচার করার বিষয়ে খবর পায়। খবর পাওয়ার পর তারা দুবরাজপুরের শাড়িবাগান এলাকায় হানা দেয়। একদিকে দুবরাজপুর থানার পুলিশ এবং অন্যদিকে খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
advertisement
আরও পড়ুনঃ সরকারি অফিসে সাপের আতঙ্ক! শিকেয় উঠেছে কাজকর্ম
পুলিশের কাছে যে খবর ছিল সেই খবর সত্যি করে দেখা যায়, একটি পোল্ট্রি মুরগি বোঝাই গাড়িতে কয়লা মজুত করা হচ্ছে পাচার করার জন্য। দু'দিক থেকে খয়রাশোল এবং দুবরাজপুর থানার পুলিশের অতর্কিত হানায় যারা এইভাবে ওই গাড়িতে কয়লা লোড করছিলেন তারা চম্পট দেন। তবে ওই গাড়ির চালক পুলিশের হাতে ধরা পড়েন। এরপর দুবরাজপুর থানার পুলিশ ওই চালক এবং ওই পোল্ট্রি মুরগি বোঝাই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীঘ্রই পরিশ্রুত পানীয় জল পাওয়ার সম্ভাবনা চাঙ্গুরিয়ার বাসিন্দাদের
পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই গাড়িতে পাঁচ টন অবৈধ কয়লা ছিল। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কোথা থেকে ওই অবৈধ কয়লা আনা হয়েছিল এবং কোথায় পাচার করার ছক চলছিল তা নিয়ে। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে, যাতে করে এইভাবে অবৈধ কয়লা পাচারের বিষয়টি পুলিশের চোখে ধরা না পড়ে তার জন্য ওই গাড়িটিতে প্রথমে কয়লা মজুত করে তার উপর ডিম রাখার কার্টুন, মুরগির খাবার ও তার সঙ্গে মুরগি চাপিয়ে দেওয়ার কাজ চলছিল এবং সবার শেষে ত্রিপল দিয়ে ঢাকার ব্যবস্থা চলছিল।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পোলট্রি মুরগি বোঝাই গাড়িতে অবৈধ কয়লা, পাচারের কৌশল দেখে তাজ্জব পুলিশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement