পুলিশের তৎপরতায় মাড়গ্রাম, মল্লারপুর, নানুর, দুবরাজপুর সহ বেশ কিছু জায়গা থেকে উদ্ধার হয় অবৈধভাবে মজুত রাখা বোমা, বোমা তৈরির মশলা এবং আগ্নেয়াস্ত্র। এসবের পর গত মঙ্গলবার ভোররাতে এক ড্রাম বোমা উদ্ধার হয় বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত লোকপুর থানার বারাবনের গভীর জঙ্গল থেকে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ড্রামের মধ্যে ৩০-৩২টি তাজা বোমা রাখা ছিল। এর পাশাপাশি ওই একই জায়গা থেকে উদ্ধার হয় বোমা তৈরির মশলা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এইসকল জিনিসগুলি উদ্ধার করে। এগুলি উদ্ধার করার পর সিআইডি বোমা ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয় সেগুলি নিষ্ক্রিয় করার জন্য। বুধবার সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে আসে সিআইডি বোমা ডিস্পোজাল টিম। তারা এসে এই বোমা এবং বারুদ নিষ্ক্রিয় করেন।
advertisement
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে বীরভূমের বিভিন্ন জায়গায় এই ভাবেই তল্লাশি চালানো হবে অবৈধভাবে মজুত রাখা বোমা অথবা আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য। যদিও এই বোমা উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তবে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত রাখার ঘটনায় গত কয়েকদিনে বীরভূমে গ্রেফতার হয়েছে অন্ততপক্ষে একাধিক অভিযুক্ত।
Madhab Das