গতকাল অর্থাৎ মঙ্গলবার দুবরাজপুর থানার পুলিশ জানতে পারে, এক ব্যক্তি সদাইপুর থানা এলাকা থেকে একটি বাইক চুরি করে দুবরাজপুরের দিকে ঢুকছে। দুবরাজপুর থানার পুলিশ তড়িঘড়ি দুবরাজপুর শহরে থাকা সিসি ক্যামেরায় দেখতে পান ওই ব্যক্তিকে। এরপরেই পুলিশ শুরু করে তাদের কাজ। বাইক চুরি করে পালানো ওই চোরকে সিসি ক্যামেরা দেখে পুলিশ চিনতে পারে। তারপর তার বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা আলিয়া, ব্রেক নিয়ে দেখা করলেন বন্ধুদের সঙ্গে! ভাইরাল ছবি
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মনিমোহন দাস (৩৪)। তার বাড়ি দুবরাজপুর লালবাজার। মণিমোহন দাস গতকাল যে বাইকটি চুরি করে নিয়ে এসেছিলেন, সেটি তিনি দুবরাজপুর থানা এলাকার পাকুরিয়া গ্রামে জঙ্গলের মাঝে থাকা শুকনো পুকুরে ঝোপের মধ্যে রেখে দেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করে সেটি উদ্ধার করে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে মোট ৯টি চোরাই বাইক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পথে বেরোলেই কান হাত, বনগাঁ স্কুল পড়ুয়াদের এ কোন নতুন সমস্যা! বিরক্ত শহরবাসী
ধৃত ওই ব্যাক্তিকে বুধবার দুবরাজপুর আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা যাচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও জানার চেষ্টা করা হবে এই চুরির সঙ্গে আর কারা কারা যুক্ত আছে। পাশাপাশি আন্তরাজ্য চোরাচালানকারির সঙ্গে যুক্ত আছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। এর আগেও দুবরাজপুর থানার পুলিশ ৪২টি চোরাই মোটরবাইক উদ্ধার করেছিল।
মাধব দাস