বীরভূমের নলহাটির তিন নম্বর ওয়ার্ডের বিধুপাড়ার এক টিকিট বিক্রেতা কাবির আনসারী গত শনিবার একটি টিকিট বিক্রি করেন, যার নম্বর হল 43L62895। শনিবার রাতে খেলাটি ফলাফল বের হলে দেখা যায় ওই টিকিটে এক কোটি টাকা পুরস্কার এসেছে। টিকিটে এক কোটি টাকা পুরস্কার জেতার খবর জানতে পেরেই কাবীর আনসারী নিজের দোকান ফুলের মালা দিয়ে সাজিয়েছেন। কিন্তু ওই টিকিট যিনি কিনেছিলেন অর্থাৎ যিনি রাতারাতি কোটিপতি হয়েছেন তার কোনও খোঁজ পাওয়া যায়নি। কাবীর আনসারীর কথা অনুযায়ী, তার দোকান থেকেই এই টিকিট বিক্রি হয়েছে তবে কে ওই টিকিট কিনেছিলেন তা তার মনে নেই। তবে ক্রেতা এখনও পর্যন্ত তার দোকানে আসেননি পুরস্কারের টাকা নেওয়ার জন্য।
advertisement
স্বাভাবিকভাবেই যখন লটারির টিকিটে কোটি টাকা জেতার পর জয়ী ক্রেতাকে নিয়ে হলুস্থুল কাণ্ড বেঁধে যায় সেই জায়গায় এমন কোটিপতি ক্রেতাকে খুঁজে না পেয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে সে যাই হোক কবীর আনসারীর দোকান থেকে ওই লটারির টিকিট বিক্রি হওয়ার কারণে তার যে প্রাপ্য অর্থাৎ কমিশন বাবদ এক লক্ষ টাকা, তা তিনি পাবেন। জয়ী ব্যক্তি যেখানেই টিকিটের টাকা ক্লেম করুন না কেন অথবা ক্লেম না করলেও কমিশনের টাকা কাবির আনসারী পাবেন।
আরও পড়ুন: বাড়িতে অশান্তি! শেষ পর্যন্ত নিখোঁজ বাবুলাল ভয়াবহ কাণ্ড ঘটাল! জানলে অবাক হবেন
কাবির আনসারী জানিয়েছেন, আসলে গোটা টিকিট বিক্রি হয়নি। যিনি এই টিকিট কিনেছিলেন তিনি তা বেছে কিনে ছিলেন। যে কারণে তিনি মনে করতে পারছেন না কোন ব্যক্তি এই টিকিট কিনেছিলেন। তবে তার দোকান থেকে এইভাবে প্রথম পুরস্কার উঠে আসার কারণে তার স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন। তার কথা অনুযায়ী, বিভিন্ন সময় তার দোকান থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন টিকিট ক্রেতারা। তবে এই প্রথম কোটি টাকার পুরস্কার লাগল এবং তারপরেই তিনি দোকান ফুলের মালা দিয়ে সাজিয়েছেন।
Madhab Das