TRENDING:

Birbhum News : বীরভূমের ‘এই’ বিদ্যালয় পথ দেখাচ্ছে, অডিও ভিজুয়াল পড়াশোনায় দ্বিগুণ উৎসাহ পাচ্ছে পড়ুয়ারা

Last Updated:

বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত হাটজান বাজার এলাকায় রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এই অডিও ভিজুয়াল পঠন-পাঠন শুরু করা হয়েছে। বীরভূমের প্রথম সরকারি স্কুলে চালু হল অডিও ভিসুয়াল পঠনপাঠন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বিভিন্ন নামিদামি বেসরকারি স্কুলে অডিও ভিজুয়াল ব্যবহার করে পড়ুয়াদের পঠন পাঠন দিতে দেওয়া হয়। এইভাবে অডিও ভিজুয়ালের মাধ্যমে পঠনপাঠন দেওয়ার ফলে তথাকথিত পঠনপাঠনের তুলনায় পড়ুয়ারা অনেক বেশি পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়। পড়ুয়াদের এই আকর্ষণের দিকটি মাথায় রেখেই বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত হাটজান বাজার এলাকায় রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এই অডিও ভিজুয়াল পঠন-পাঠন শুরু করা হয়েছে।
advertisement

WBSEDCL এর প্রকল্প হিসাবে এই প্রজেক্ট স্কুলে চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, তথাকথিত খাতা কলম নিয়ে পড়াশোনা করার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের মধ্যে যে একঘেয়েমি চলে এসেছে তা এই নতুন ধরনের পড়াশোনায় আলাদাভাবে আকর্ষণ করছে তাদের। পড়ুয়ার প্রতিদিন এই ক্লাসে এসে ক্লাস করার জন্য মুখিয়ে থাকে।

advertisement

আরও পড়ুন - Purba Bardhaman News: বাবা ফল বিক্রেতা, মা গৃহবধূ, যমজ মেয়ে উজ্জ্বল করল বাংলার মুখ

এখানে পড়ুয়াদের পঠন-পাঠনের জন্য রাখা হয়েছে একটি ডিজিটাল স্ক্রিন। এর পাশাপাশি রাখা হয়েছে কম্পিউটার, মাইক ইত্যাদি নানা ধরনের অত্যাধুনিক সরঞ্জাম। এছাড়াও যে রুমটিতে এই ক্লাস করানো হচ্ছে সেটিকে সম্পূর্ণভাবে বাতানুকূল করা হয়েছে। বীরভূমের মত জেলায় এই ধরনের পঠনপাঠন সরকারি স্কুলে নজিরবিহীন। এমন পঠন-পাঠনে আকৃষ্ট হয়ে এই স্কুলে পড়ুয়াদের উপস্থিতিও নজর কাড়া।

advertisement

View More

আরও পড়ুন- Cyclone Update: শক্তিশালী হচ্ছে ওড়িশার উপকূলের নিম্নচাপ, ভারী বৃষ্টির প্রবল সম্ভবনা, আতঙ্কের প্রহর গোনা শুরু

যে সকল পড়ুয়ারা আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে নামিদামি বেসরকারি স্কুলে ভর্তি হতে পারেন না অথবা তাদের বাড়িতে এই ধরনের কম্পিউটারের মতো সরঞ্জাম নেই তারা এই স্কুলে এসে এসব চেখে দেখার সুযোগ পাচ্ছে। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা অনেক তাড়াতাড়ি তাদের পঠনপাঠন আয়ত্তে নিয়ে আসতে পারবে। কারণ অডিও ভিজুয়ালের মাধ্যমে যেকোনো বিষয় খুব তাড়াতাড়ি পড়ুয়াদের মগজে গেঁথে যায়।

advertisement

পড়ুয়াদের তরফ থেকেও জানানো হয়েছে, তারা এই ধরনের ক্লাস করতে পেরে খুব খুশি। নতুন অনেক জিনিস শিখছেন এবং সেই সকল জিনিস খুব সহজে তারা আয়ত্ত করতে পারছেন এইভাবে অডিও ভিজুয়াল পদ্ধতিতে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : বীরভূমের ‘এই’ বিদ্যালয় পথ দেখাচ্ছে, অডিও ভিজুয়াল পড়াশোনায় দ্বিগুণ উৎসাহ পাচ্ছে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল