ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের উপর ঝোঁক থাকার কারণে অরিত্রর বাবা-মা তাকে দেবিদাস চট্টোপাধ্যায়ের কাছে গান শেখার জন্য ভর্তি করেন। সেখানেই তার সঙ্গীত শিক্ষা। সম্প্রতি জাতীয় স্তরের এই প্রতিযোগিতার বিষয়ে তারা জানতে পারেন এবং তাতে অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতা হয় ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতাটি লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে হয়। এই প্রতিযোগিতায় দেশের আড়াই হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি ৮ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় অরিত্র জাতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে।
advertisement
আরও পড়ুন - রহস্য ধারাবাহিকের চেয়েও জটিল, ৩৫ বছর বাদে দুর্গাপুজো দেখতে এসে নিখোঁজ মা ও মেয়ে
অরিত্র বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তার পারফরম্যান্স দেখানোর দিন পড়েছিল ২৬ সেপ্টেম্বর। তাকে সাত মিনিট সময় দেওয়া হয় পারফরম্যান্স দেখানোর জন্য। সেই সাত মিনিটে তিনি অরিত্র হিন্দুস্তানীমার্গ সঙ্গীতে খেয়াল রাগ মালকোষ গিয়েছিলেন। এই প্রতিযোগিতায় চারজন বিচারক ছিলেন প্রতিযোগীদের বিচার করার জন্য।
আরও পড়ুন - Beauty Tips: দামী ক্রিম ফেল! মুখের দাগ তুলতে আসলে কাজে আসে রান্নাঘরের ‘এই’ জিনিস
সর্বভারতীয় স্তরে আড়াই হাজারের বেশি অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে এইভাবে প্রথম স্থান অধিকার করার পরিপ্রেক্ষিতে খুশি অরিত্রর বাবা-মা ঠাকুরদা ঠাকুমা প্রত্যেকেই। তবে এই প্রথম অরিত্র এমন স্থান অধিকার করলেন তা নয়, এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাকে স্থান অধিকার করতে দেখা গিয়েছে।
Madhab Das