Paschim Bardhaman News : রহস্য ধারাবাহিকের চেয়েও জটিল, ৩৫ বছর বাদে দুর্গাপুজো দেখতে এসে নিখোঁজ মা ও মেয়ে

Last Updated:

গত ১৫ সেপ্টেম্বর বিজয়লক্ষ্মী তাঁকে ফোনে দুর্গাপুর স্টেশনে নামার কথা জানান। কিন্তু তারপর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

+
mother

mother and daughter from mumbai are missing

#পশ্চিম বর্ধমান : ৩৫ বছর পর মুম্বই থেকে পাড়ি দিয়েছিলেন গ্রামেরআদিবাড়ির পজো দেখতে আসার জন্য। মুম্বাই থেকে উঠেছিলেন হাওড়াগামী ট্রেনে। গন্তব্য ছিল বাঁকুড়ার খাতরার কালা পাথর গ্রাম। যেখানে আদি গ্রাম ৭০ বছর বয়সি মিনু দেবী ও তার মেয়ে বিজয়লক্ষ্মীর। কিন্তু আদি বাড়িতে আর পৌঁছতে পারেননি তারা। আত্মীয়দের সঙ্গে শেষবার কথা হয়েছিল দুর্গাপুর স্টেশনে নামার পর। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি মা এবং মেয়ের সঙ্গে।
প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন তারা। এই ঘটনায় মুম্বাই পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশের আধিকারিকরা দুর্গাপুরে এসে পৌঁছেছেন। দুর্গাপুরে এসেছেন তাদের আত্মীয়রাও। বাঁকুড়া, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় নিখোঁজ মা মেয়ের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দুজনের। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে মুম্বাই পুলিশ, জেলা পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের।
advertisement
advertisement
জানা গিয়েছে, তারা গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য নগরী মুম্বই থেকে রওনা দিয়েছিলেন ৷ কিন্তু গত একমাস ধরে তাঁদের কোনও সন্ধানই মিলছে না। প্রায় ৩৫ বছর পরে তারা এখানে আসার জন্য মুম্বই থেকে বেরোন। বিজয়লক্ষ্মী মুম্বইয়ে তাঁর আত্মীয় ভবেশ কুমারের একটি বেসরকারি সংস্থার কর্মী।
advertisement
এই বিষয়ে ভবেশবাবু জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর বিজয়লক্ষ্মী তাঁকে ফোনে দুর্গাপুর স্টেশনে নামার কথা জানান। কিন্তু তারপর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মা ও মেয়ের ফোন বন্ধ৷ এরপরে ভবেশ কুমার মুম্বই পুলিশের দ্বারস্থ হন। তিনি আরও জানিয়েছেন, মুম্বই পুলিশ বিজয়লক্ষ্মীর ফোনের টাওয়ার লোকেশন দেখে জানিয়েছেন তাদের শেষ টাওয়ার লোকেশন দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিড়িঙ্গী কালীবাড়ি এলাকায় ছিল। ফলে এখন প্রশ্ন উঠছে, তারপর থেকে কোথায় গেলেনমা ও মেয়ে? তাদের পরিবারের সদস্যরা চাইছেন, মিনু দেবী এবং বিজয়লক্ষ্মীর দ্রুত খোঁজ পেতে। মুম্বাই পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও তদন্ত চালাচ্ছে তাদের খোঁজে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : রহস্য ধারাবাহিকের চেয়েও জটিল, ৩৫ বছর বাদে দুর্গাপুজো দেখতে এসে নিখোঁজ মা ও মেয়ে
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement