তবে উল্লেখযোগ্য বিষয় হল, যখন একাধিকবার সিবিআই তলব এড়াচ্ছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা, যখন তাঁর গ্রেফতার হওয়া নিয়ে চারদিকে জল্পনা তৈরি হয়েছে সেই সময় হঠাৎ তাঁর বাড়ির ছাদে কেন প্যান্ডেল? অনুব্রত মণ্ডলের বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচু পট্টির বাড়ির ছাদে এই প্যান্ডেল নিয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে, যজ্ঞ করার জন্যই নাকি এই প্যান্ডেল তৈরি করা হয়েছিল এবং সেই যজ্ঞের আয়োজন হওয়ার কথা ছিল আগামী ১৫ আগস্ট।
advertisement
আরও পড়ুন: করিনা থেকে দীপিকা! আমিরের ছবি দেখতে চাঁদের হাট! তিন ছেলে মেয়েকে নিয়ে এলেন কিরণ!
আসলে অনুব্রত মণ্ডলকে নিয়ে যখনই টানাপোড়েন হয়েছে তখনই তাঁকে যজ্ঞ করতে দেখা গিয়েছে। এছাড়াও তাঁকে যজ্ঞে সামিল হতে দেখা যায় ভোটের আগে। অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির ছাদে এই প্যান্ডেল দিন কয়েক ধরেই দেখা যাচ্ছিল। বিশেষ সূত্রে যজ্ঞের জন্য এই প্যান্ডেলের আয়োজন করা হচ্ছিল বলে জানা গেলেও অবশ্য সত্যিই এই প্যান্ডেল যজ্ঞের জন্য আয়োজন করা হয়েছিল নাকি অন্য কিছু তা অবশ্য স্পষ্ট নয়।
Madhab Das