TRENDING:

Birbhum News: পৌষমেলার বিকল্প মেলা বোলপুরে, আমজনতা বলছেন, 'দুধের স্বাদ ঘোলে'!

Last Updated:

ব্যবসায়ী থেকে শুরু করে বোলপুরের আপামর মানুষ এবং রবীন্দ্র ঐতিহ্যের কথা মাথায় রেখে বোলপুর পৌরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: পূর্ব পল্লীর মাঠে এই বছর পৌষমেলা আয়োজন করা হয়নি। তবে ব্যবসায়ী থেকে শুরু করে বোলপুরের আপামর মানুষ এবং রবীন্দ্র ঐতিহ্যের কথা মাথায় রেখে বোলপুর পৌরসভা এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে ডাকবাংলো মাঠে শুরু করা হয়েছে বিকল্প পৌষ মেলার। যার নাম দেওয়া হয়েছে বোলপুর শান্তিনিকেতন পৌষমেলা।
advertisement

বিকল্প এই পৌষ মেলাতে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে কতটা কৌতূহল! কতটা পরিপূরক হতে পারে এই বিকল্প মেলা? বিকল্প এই মেলার মানুষকে আনন্দ দিলেও মেলায় আসা সাধারণ মানুষদের মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই সকল অভিযোগের মধ্যে রয়েছে ব্যবস্থাপনা নিয়ে। এর পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, পূর্বপল্লীর মাঠে যে পৌষমেলার আয়োজন করা হয়ে থাকত তার পরিপূরক এই পৌষ মেলা কোনও দিন হতে পারে না। ওই জায়গা এবং ওই পৌষ মেলাকে ঘিরে রয়েছে আলাদা ঐতিহ্য।

advertisement

আরও পড়ুন: ডিভোর্স দিতে রাজি না হওয়ায় গলায় ধারালো অস্ত্রের কোপ, ভয়ঙ্কর কাণ্ড রামপুরহাটে!

আরও পড়ুন: 'এই তালিবানরা আগের মতো নয়', কলকাতার মেলায় গল্প বলছেন আফগান ব্যবসায়ীরা

বিকল্প এই পৌষ মেলা তাদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই।

মেলা উদ্বোধনের পর দিন থেকেই বিভিন্ন জায়গা থেকে আমজনতাকে মেলায় আসতে দেখা যায় এবং ঘুরে আনন্দ উপভোগের পাশাপাশি পছন্দ মতো জিনিসপত্র কিনতে দেখা যায়। সাধারণ মানুষদের এই আগ্রহ দেখে ব্যবসায়ীরাও আশায় দিন গুণছেন। তারা আশা করছেন ছয় দিনের এই মেলায় ব্যবসায়িক দিক দিয়ে তারা বাড়তি লাভের মুখ দেখবেন। যদিও তাদের তরফ থেকেও দাবি করা হয়েছে, পূর্বপল্লীর মাঠের পৌষমেলার পরিপূরক কোনদিনই হতে পারে না ডাক বাংলোর মাঠের বিকল্প পৌষমেলা অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন পৌষমেলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পৌষমেলার বিকল্প মেলা বোলপুরে, আমজনতা বলছেন, 'দুধের স্বাদ ঘোলে'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল