বিকল্প এই পৌষ মেলাতে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে কতটা কৌতূহল! কতটা পরিপূরক হতে পারে এই বিকল্প মেলা? বিকল্প এই মেলার মানুষকে আনন্দ দিলেও মেলায় আসা সাধারণ মানুষদের মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই সকল অভিযোগের মধ্যে রয়েছে ব্যবস্থাপনা নিয়ে। এর পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, পূর্বপল্লীর মাঠে যে পৌষমেলার আয়োজন করা হয়ে থাকত তার পরিপূরক এই পৌষ মেলা কোনও দিন হতে পারে না। ওই জায়গা এবং ওই পৌষ মেলাকে ঘিরে রয়েছে আলাদা ঐতিহ্য।
advertisement
আরও পড়ুন: ডিভোর্স দিতে রাজি না হওয়ায় গলায় ধারালো অস্ত্রের কোপ, ভয়ঙ্কর কাণ্ড রামপুরহাটে!
আরও পড়ুন: 'এই তালিবানরা আগের মতো নয়', কলকাতার মেলায় গল্প বলছেন আফগান ব্যবসায়ীরা
বিকল্প এই পৌষ মেলা তাদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই।
মেলা উদ্বোধনের পর দিন থেকেই বিভিন্ন জায়গা থেকে আমজনতাকে মেলায় আসতে দেখা যায় এবং ঘুরে আনন্দ উপভোগের পাশাপাশি পছন্দ মতো জিনিসপত্র কিনতে দেখা যায়। সাধারণ মানুষদের এই আগ্রহ দেখে ব্যবসায়ীরাও আশায় দিন গুণছেন। তারা আশা করছেন ছয় দিনের এই মেলায় ব্যবসায়িক দিক দিয়ে তারা বাড়তি লাভের মুখ দেখবেন। যদিও তাদের তরফ থেকেও দাবি করা হয়েছে, পূর্বপল্লীর মাঠের পৌষমেলার পরিপূরক কোনদিনই হতে পারে না ডাক বাংলোর মাঠের বিকল্প পৌষমেলা অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন পৌষমেলা।
মাধব দাস