TRENDING:

Birbhum News: মর্মান্তিক! ৫০০ টাকার জন্য বন্ধুর সঙ্গে সেই নৃশংস কাজ, হাড়হিম ঘটনা নানুরে

Last Updated:

অভিযুক্তকে আটক করে ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে নানুর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নানুর: ৫০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে খুন করল বন্ধুই। চারদিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার করল নানুর থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করেছে নানুর থানার পুলিশ
মৃতদেহ উদ্ধার করেছে নানুর থানার পুলিশ
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত চারদিন ধরে নিখোঁজ ছিল নানুরের খুজুটিপাড়ার লোহাপাড়া গ্রামের মঙ্গল লোহার (বয়স২৮)। গত মাসের ২৮ তারিখে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মঙ্গল লোহারকে। নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। নানুর থানা পুলিশ নিখোঁজ অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত শুরু করে। মঙ্গল লোহারের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বন্ধুদের মধ্যে নানুরের ছাতিন গ্রামের প্রণব মেটে নামে বন্ধুর কথায় অসঙ্গতি পাওয়া যায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ছাতিনগ্রামের জঙ্গলে মৃতদেহ পড়ে আছে।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! পুকুরের মধ্যে ওটা কী দেখা যাচ্ছে! সামনে যেতেই আঁতকে উঠল সকলে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতের বুকেই মায়াপুর ইসকন মন্দির! দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন
আরও দেখুন

শুক্রবার রাত্রে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।  অভিযুক্তপ্রণব মেটেকে আটক করা হয়েছে৷ ঘটনার সূত্রপাত একটি মোবাইল নিয়ে৷ প্রণব মেটের একটি মোবাইল ৩০০০ টাকায় সারিয়ে ব্যবহার করতে শুরু করে মঙ্গল লোহার। সেই মোবাইল কয়েকদিন পরই ফেরত পাওয়ার জন্য চাপ দিতে শুরু করে মঙ্গলকে। ৩০০০ টাকার সারানো মোবাইল আড়াই হাজার টাকায় ফেরত পান মঙ্গল। এরপর ৫০০ টাকা বারবার চাওয়ার পরও সেই টাকা ফেরত দিচ্ছিল না প্রণব। এরপরে মদ্যপান করার সময় এই ৫০০ টাকা ফেরত চাইলে মধ্যপ অবস্থায় মঙ্গল লোহারকে কাঠে করে মাথায় বেরিয়ে দেয় বন্ধু প্রণব মেটে। সেখানেই মৃত্যু ঘটে মঙ্গলের। এরপর মৃতদেহ সরিয়ে ফেলে। নানুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা আমিও খোঁজ চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মর্মান্তিক! ৫০০ টাকার জন্য বন্ধুর সঙ্গে সেই নৃশংস কাজ, হাড়হিম ঘটনা নানুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল